
পশুর রাজার সিংহ
খায় শুধু সে মাংস
অনেক বড় কেশ
ভয় লাগে যে বেশ!
পালাই সবাই পালাই
ফেলে ঘুড়ি-লাটাই
হুংকার দিল বাঘ
হলুদের মাঝে
ডোরা-কালো দাগ
কত্তোবড় পশু সে
কি দিয়ে যে মাপি!
শুড় তুলে সে দেয় ডাক
নাম তার হাতি!
ভালুক দেখলে ভাই
শুয়ে পড়বে ঠায়
নড়াচড়া করা বন্ধ
শুকবে তোমার গন্ধ!
ষষ্ঠ শ্রেণি, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
মন্তব্য করুন