
তোমরা জানো রোদমাখা ভোর আদর মাখে
নৌকা নিয়ে মাঝি ছোটে নদীর বাঁকে
পাখিরাও হাসি খুশি খেলায় মাতে
খোকা খুকি ইশকুলে যায় একই সাথে।
দূরের কোনো মন্দিরেতে ঘণ্টা বাজে
আকাশ তখন মেঘ বালিকার ছবি আঁকে
বেরিয়ে পড়ে সবাই তখন যে যার কাজে
ঘরের কোণে বন্দি হয়ে কে আর থাকে?
নদীর মাঝি বৈঠা টেনে পার হয়ে যায়
ঘরের বধূ নিজের কাজে ব্যস্ত যখন
নিয়মিত জোয়ার আসে নদীর মাঝে
দিন পেরিয়ে মাখে গাঁয়ে গোধূলী তখন।
বিষয় : ছড়া-কবিতা রোদমাখা ভোর
মন্তব্য করুন