- বিশেষ আয়োজন
- ২৫ হাজার স্মার্ট নারী উদ্যোক্তা তৈরি করা হবে: পলক
২৫ হাজার স্মার্ট নারী উদ্যোক্তা তৈরি করা হবে: পলক

স্মার্ট নারী উদ্যোক্তাদের অনুদানের চেক বিতরণ
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সারা দেশে ২৫ হাজার স্মার্ট নারী উদ্যোক্তা তৈরি করা হবে। আর তাদের প্রত্যেককে সফল করার জন্য আইসিটি বিভাগ থেকে প্রশিক্ষণ, পুঁজি ও প্রযুক্তি এই তিনটি সহায়তা দিয়ে স্মার্ট নারী উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে। বুধবার বেলা ১১টায় নাটোরের সিংড়ায় প্রতিমন্ত্রীর বাসভবনে আইডিয়া প্রকল্পের আওতায় ৩৭ জন স্মার্ট নারী উদ্যোক্তার প্রত্যেকের মাঝে অনুদানের ৫০ হাজার টাকার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের একটাই উদ্দেশ্যে সেটা হচ্ছে- বঙ্গবন্ধুর বৈষম্যমুক্ত একটা সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তোলা। ২০৪১ সাল নাগাদ প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে আমাদের প্রয়োজন স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার এবং স্মার্ট একটা সমাজ ব্যবস্থা।
অনুষ্ঠানে ইউএনও মাহমুদা খাতুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার রোজি, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক রহুল আমিন প্রমুখ।
প্রতিমন্ত্রী আরও বলেন, শুধু ঘরে নয় ঘরের বাইরেও নারীদের উদ্যোগ রাখতে হবে। আমাদের মা-বোনেরা দেশের অর্থনীতিতে প্রভাব রাখছে। নারী-পুরুষ এক সঙ্গে কাজ করলে দেশ এগিয়ে যাবে।
মন্তব্য করুন