মেঘ গুড়গুড় মেঘ গুড়গুড়
বৃষ্টি পড়ে নূপুর তালে
আনন্দে তাই গা ভিজিয়ে
শালিক নাচে গাছের ডালে।

খালে-বিলে নতুন জলে
ঘ্যাঙর ঘ্যাঙ সুর দুলিয়ে
সোনা ব্যাঙ ডাকতে থাকে
দিনে রাতে গাল ফুলিয়ে!

বৃষ্টি শেষে নীল আকাশে
রংধনু দেয় পেখম মেলে
ময়ূর বলে, ‘অবাক আমি!
এমন পেখম কোথায় পেলে?!’


বিষয় : ছড়া–কবিতা

মন্তব্য করুন