মিষ্টি মেয়ে রুমকি
গায়ের জামায় চুমকি।

দুচোখে তার ঘুম কি
যাবে সে বীরভূম কি।

করবে সে চাষ জুম কি
নেই বাধা নেই হুমকি।

তাই আনন্দ ধুম কি
নূপুরে রুমঝুম কি।

ছোট্ট সোনা রুমকি
চাঁদ মামা দেয় চুম কি!

বিষয় : ছড়া–কবিতা

মন্তব্য করুন