সম্প্রতি ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) প্রধান কার্যালয়ে নারী উদ্যোক্তা উন্নয়ন প্রোগ্রামের অধীনে ছয় মাসব্যাপী প্রথম ব্যাচের ‘জয়ী গ্র্যাজুয়েশন’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার, প্রেরণা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মো. আজিজুর রহমান, ইবিএলের ডিএমডি এম. খোরশেদ আনোয়ার, হেড অব বিজনেস জুলকার নায়েন, হেড অব লায়াবিলিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট শারমিন আতিক, হেড অব প্রায়োরিটি অ্যান্ড উইমেন ব্যাংকিং তানজেরী হক, প্রেরণা ফাউন্ডেশনের সিওও আহমেদ রায়হান আহসানউল্লাহ প্রমুখ।