
ছবি এঁকেছেন রজত
আমার তখন বয়স মাত্র তিন
এক সকালে হঠাৎ করে
হলাম মাতৃহীন।
আবছা আবছা পড়ছে মনে
কাঁদছে সবাই ততোক্ষণে
কেউ একজন আমার মাথায়
রাখলো একটি হাত,
বললো, বাবা আর পাবে না
মায়ের হাতের ভাত।
একটু একটু মনে আছে
কেউ একজন দাঁড়িয়ে কাছে
বললো বাবা আজ হারালে
মায়ের আঁচল কোল,
ঘরের ভেতর তখন কেবল
কান্নাকাটির রোল।
এখনও দুই চোখে ভাসে
সবাই আমার আশেপাশে
বললো তুমি বুঝবে না বাপ
কী হারালে আজ,
মা হচ্ছেন মাথার উপর
সবচে বড়ো তাজ।
মায়ের আঁচল কোল হারালাম
মাকে ডাকার বোল হারালাম
আর হারালাম মায়ের আদর
মায়ের ছোঁয়া ঘ্রাণ,
মায়ের সঙ্গে আমিও যেনো
হারিয়ে ফেলি প্রাণ।
এখন বুঝি, বলতে হয় না
ভাবলে বুকে কষ্ট সয় না
এই পৃথিবীর আর কেউ নয়
মায়ের সমতুল্য,
অমূল্য তাই মায়ের আসন
হয় না মায়ের মূল্য।
বিষয় : ছড়া–কবিতা
মন্তব্য করুন