
ও বাবাগো, ও মাগো
সাপ এসেছে ঘরে!
সাপটার যে লেজ নড়ে
কী করবো ওরে!
সাপ সাপ বলে
চিৎকার দেয় হাবু
সাপটা তেড়ে
ওকে করে কাবু!
এটা দেখে মা
গেলেন হতভম্ব হয়ে
বাবা তো মাথা ঘুরেই
পড়ে গেলো ভয়ে।
এ গ্রাম, ও গ্রাম খুঁজে
আনা হলো ওঝা
ওমা, ওঝা আসতেই
সাপ পালালো,
ফের শুরু তাকে খোঁজা।
মা বলেন, একি, একি
সাপটা দিলাে ফাঁকি!
ওঝা বললো, ধুরো মিয়া
আমায় দিলেন ফাঁকি!
মন্তব্য করুন