ঝড়ের বেগে বাতাস এসে
গাছগুলো দেয় নুয়ে
আকাশ ফুঁড়ে বৃষ্টি নামে
মেঘের পালক ছুঁয়ে।
দোয়েল ছানা, মা পাখিটা
বৃষ্টিভেজা হবে
গাছের সবুজ চুল ভিজিয়ে
জমবে পানি টবে !
বিজলিচমক কড়-মড়-কড়
ঝড়ো হাওয়ার সাথে
খুকুর কানে আঙুল গোঁজা
মেঘের বজ্রপাতে !

বারান্দাতে দাঁড়িয়ে খুকুর
শঙ্কাতে মন কাঁদে
আম্মু কোথায়; রান্না ঘরে?
শুকনো কাপড় ছাদে !
ঝম ঝমিয়ে বৃষ্টি গড়ায়
গোয়ালচালা বেয়ে
কাউলিবিলে ব্যাঙের দলে
উঠলো ঘ্যাঙর গেয়ে।
বলল খুকু–যাচ্ছে শোনা
ব্যাঙ রেডিও সুরও
আচ্ছা বাবা, বৃষ্টি থামুক
পাই না ছাতা, ধুরো!

বিষয় : ছড়া-কবিতা বৃষ্টিভেজা ঘাসফড়িং

মন্তব্য করুন