- বিশেষ আয়োজন
- ঈদ আনন্দ
ঈদ আনন্দ

প্রতি বছরের মতো ত্যাগ ও নিবেদনের মহিমাময় বার্তা নিয়ে এলো বাঙালির বৃহত্তম উৎসবগুলোর অন্যতম– ঈদুল আজহা।
ঈদের মতো সর্বজনীন উৎসব প্রত্যেকের মিলিত অংশগ্রহণের বার্তা নিয়ে আসে এবং মননে ও বন্ধনে আরও উন্নত ভবিষ্যতের দিকে যাত্রা করার শক্তি ও নির্দেশনা সঞ্চয় করে মানুষ। উৎসব সম্প্রদায়ভিত্তিক হলেও একে আন্তঃসাম্প্রদায়িক মৈত্রীর কাছে পৌঁছে দেওয়া মানবিক দায়িত্ব। এবারও অভিন্ন এ দাবি নিয়ে ঈদুল আজহা উপস্থিত হয়েছে।
ঈদ– পরিবার ও বন্ধুত্বের পবিত্র বন্ধন উদযাপনের আনন্দপ্রহর। এরই মাঝে মানুষ স্বজনদের সঙ্গে মিলিত হওয়ার আশায় বাড়ির পথে রওনা হয়েছে। আগামী কয়েক দিন বাস, রেলস্টেশনসহ লঞ্চঘাটগুলোয় চোখে পড়বে ঘরফেরা মানুষের ভিড়। আষাঢ়ের আশীর্বাদঝরা দিন ও রাতে হয়তো ভোগান্তিতে যুক্ত হতে পারে নতুন মাত্রা। মনে রাখতে হবে, প্রত্যেকেরই আছে পরিবার আর পরিবারের কাছে ফেরার অধিকার। আমরা যেন প্রত্যেকে সুশৃঙ্খল থাকি, অন্যকে নিরাপদে রাখি। আমাদের সচেতনতা ও ধৈর্য অনেক পরিবারের হাসি অমলিন রাখতে সহায়ক হবে।
দেশে নির্বাচনী আবহের ভেতর রাজনৈতিক পরিস্থিতি স্বভাবতই উত্তাপ ছড়াচ্ছে। রাজনীতি মানুষের জন্য, মানুষ রাজনীতির জন্য নয়– রাজনৈতিক কর্তাব্যক্তিরা এ আদর্শ বজায় রেখে আসন্ন আনন্দের সময়টুকু পরস্পরের প্রতি বন্ধুতা ও সহিষ্ণুতায় পূর্ণ করে রাখবেন, এই আমাদের প্রত্যাশা।
বরাবরের মতো এবারও নানা স্বাদের বর্ণিল সব রচনা নিয়ে সমকাল ঈদ আনন্দ সংখ্যা প্রকাশিত হলো। আশা করি পাঠকের ভালো লাগবে।
সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।
মন্তব্য করুন