ঢাকা বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩

তরুণ ব্রিগেড

তরুণ ব্রিগেড

এস এম সাব্বির খান

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৩ | ১৮:০০

নাজমুল হোসেন শান্ত

শুরুটা নড়বড়ে হলেও হাজার সমালোচনা আর প্রতিবন্ধকতা পেরিয়ে সময়ের সঙ্গে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম ভরসা হয়ে ওঠা এক বাঁহাতি ব্যাটারে চোখ রাখছে গোটা বিশ্ব। আসন্ন বিশ্বকাপে টাইগারদের ব্যাটিং লাইনের অন্যতম শক্তি, তিনি নাজমুল হোসেন শান্ত। এই সময়ে বিশ্বের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় ৯ম স্থানে থাকা শান্ত এই মুহূর্তে রয়েছেন ফর্মের তুঙ্গে। ২০১৬ সালে টেস্ট ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক পরিসরে পা রাখা শান্তর এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে ২০১৮ সালে, আফগানিস্তানের বিপক্ষে। ২০১৯ সালে শান্তর নেতৃত্বে দক্ষিণ এশীয় গেমসে পুরুষদের ক্রিকেট প্রতিযোগিতায় স্বর্ণপদক জেতে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্যারিয়ারে এখন পর্যন্ত ২৯টি ওডিআই ম্যাচে ১৮ ইনিংস ব্যাট করে ২৯.৭১ গড়ে শান্তর রান ৮৩২। তবে তাঁর পুরো ক্যারিয়ারের চিত্র বদলে গেছে ২০২৩ সালে, যেখানে ১৪টি এক দিনের আন্তর্জাতিক ম্যাচের ১৩ ইনিংসে ব্যাট হাতে ৪৭.৮৭ গড়ে শান্তর সংগ্রহ ৬২২ রান। বাঁহাতি এই তরুণ টাইগারের ক্যারিয়ারের দুটি শতক ও চারটি অর্ধশতকের সবকটিই এসেছে চলতি বছরে। ইশান কিষান ২৫ বছর বয়সী ব্যাটার কাম উইকেটরক্ষক ইশান কিষান আগামী বিশ্বকাপে স্বাগতিক ভারতের তরুণ তুর্কি হিসেবে এরই মধ্যে আলোচনায় রয়েছেন। দলটিতে একাধিক সম্ভাবনাময় তরুণ খেলোয়াড় থাকলেও ইশানের আগ্রাসী মনোভাব ও মারকুটে ব্যাটিংয়ের জন্য বেশ ভালোভাবেই তাঁকে হিসাবের খাতায় ঠাঁই দিচ্ছেন ক্রিকেটবোদ্ধারা। ২০২১ সালে টি২০ সিরিজ দিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ইশান কিষানের। একই বছর জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের হয়ে এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে এই তরুণ ক্রিকেটারের। এরপর থেকে এখন পর্যন্ত খেলা ২১টি ওডিআই ম্যাচের ১৮ ইনিংসে ৪৭.৫৮ গড়ে ইশানের মোট রান ৮০৯। স্ট্রাইক রেট ১০২.৬৬। এরই মধ্যে তাঁর ঝুলিতে রয়েছে একটি সেঞ্চুরি ও ৭টি হাফ সেঞ্চুরি। ইশানের ব্যাটিং তাণ্ডবের সবচেয়ে বড় উদাহরণটি ক্রিকেট ইতিহাসের পাতায় ঠাঁই করে নিয়েছে রাজকীয়ভাবে। ২০২২ সালে বাংলাদেশের বিরুদ্ধে ইশানের খেলা ১৩১ বলে ২১০ রানের ইনিংসটি একই সঙ্গে একাধিক রেকর্ডের তালিকায় তাঁর নাম লিখে দেয়। এই ইনিংসের মধ্য দিয়ে ক্রিকেট ইতিহাসের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে দ্বিশতকের রেকর্ড গড়েন ইশান। একই সঙ্গে ক্যারিয়ারের প্রথম শতককেই দ্বিশতকে রূপান্তরিত করা ইতিহাসের প্রথম ক্রিকেটার হওয়ার বিরল কৃতিত্বও অর্জন করেন তিনি। এ ছাড়া কিষানের এই দ্বিশতকটিই এখন পর্যন্ত এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসের দ্রুততম দ্বিশতক। ইমাম-উল হক ২০১৭ সালের অক্টোবরে শ্রীলঙ্কার বিপক্ষে এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের হয়ে অভিষেক হয় ২৭ বছর বয়সী ইমাম-উল হকের। অভিষেক ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরিতে ইমাম-উল জিতে নেন ম্যাচসেরার পুরস্কার। সেলিম এলাহির পর দ্বিতীয় পাকিস্তানি ব্যাটার হিসেবে অভিষেক ম্যাচে সেঞ্চুরি হাঁকানোর কৃতিত্ব অর্জন করেন ইমাম-উল হক। পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেট তারকা ইনজামাম-উল হকের ভাতিজা তথা উত্তরসূরি হিসেবে শুরুর ধারাবাহিকতা এখনও ধরে রেখেছেন ইমাম-উল। এখন পর্যন্ত আন্তর্জাতিক পরিসরে ৬৬টি ওডিআই ম্যাচের ৬৫ ইনিংস ব্যাট করে ৫০.৪৪ গড়ে ইমাম-উলের সংগ্রহ ২৯৭৬ রান। স্ট্রাইক রেট ৮২.১৮। এক দিনের ক্রিকেটে এরই মধ্যে তাঁর ঝুলিতে জমা পড়েছে ৯টি শতক ও ১৯টি অর্ধশতক। ভারতের মাটিতে হতে যাওয়া আসন্ন বিশ্বকাপে পাকিস্তান জাতীয় দলের জার্সি গায়ে ইমাম-উল তুরুপের তাস হয়ে উঠবেন বলেই বিশ্বাস ক্রিকেট বিশ্লেষকদের। হ্যারি ব্রুক আসন্ন বিশ্বকাপে ইংল্যান্ড জাতীয় দলে সুযোগ পেলে আলো ছড়াতে পারেন তরুণ হ্যারি ব্রুক। সম্প্রতি দারুণ ছন্দে থাকা এই ইংলিশ ক্রিকেটার এরই মধ্যে নজর কেড়েছেন বোদ্ধাদের। ২০১৬ সালে পাকিস্তান ‘এ’ দলের বিরুদ্ধে ইয়র্কশায়ারের হয়ে ব্রুকের অভিষেক হয় প্রথম শ্রেণির ক্রিকেটে। ২০১৭ সালে ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের যুব ওডিআই সিরিজে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন তিনি। ২০১৮ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপেও ইংলিশ যুবাদের নেতৃত্ব দেন ব্রুক। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে অপরাজিত ১০২ রানের ইনিংসসহ টুর্নামেন্টে করেন ২৩৯ রান। টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে থাকা ব্রুক এখনও সেভাবে এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে মেলে ধরার সুযোগ না পেলেও ইংল্যান্ড জাতীয় দলের হয়ে আসন্ন বিশ্বকাপ মাতানোর জোরালো সম্ভাবনা রয়েছে তাঁর। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ১২ টেস্টে ২০ ইনিংস ব্যাট করে ৬২.১৫ গড়ে ব্রুকসের সংগ্রহ ১১৮১ রান। এখন পর্যন্ত খেলা ৩টি এক দিনের আন্তর্জাতিক ম্যাচে তাঁর সংগ্রহ ২৮.৬৬ গড়ে ৮৬ রান। সর্বোচ্চ স্কোর ৮০।

আরও পড়ুন