পদ্মা সেতুর চেয়ে বেশি গাড়ি এক্সপ্রেসওয়েতে

পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজায় যানবাহনের দীর্ঘ সারি। ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ জুন ২০২৪ | ২২:৪৫
রাজধানীর যাত্রাবাড়ী থেকে পদ্মা সেতুর দূরত্ব ৩৫ কিলোমিটার। কিন্তু যানজটে পূর্ণ হানিফ ফ্লাইওভার পার হলেই এই দূরত্ব পার হওয়া যায় মাত্র আধাঘণ্টায়। তা সম্ভব করেছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে নামে পরিচিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক। পদ্মা সেতুর চেয়ে বেশি গাড়ি টোল দিয়ে চলছে এ সড়কে।
যাত্রাবাড়ীর দোলাইরপাড় থেকে পোস্তগোলা নামে পরিচিত প্রথম বুড়িগঙ্গা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গার দূরত্ব ৭৫ কিলোমিটার। মাঝে সংযোগ সড়কসহ পদ্মা সেতু ২০ কিলোমিটার। বাকি ৫৫ কিলোমিটার এক্সপ্রেসওয়ে। দেশের প্রথম এ এক্সপ্রেসওয়ের কারণেই পদ্মা সেতুর পূর্ণ সুফল মিলছে।
১১ হাজার ৪৩ কোটি টাকায় সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্মাণ করা এক্সপ্রেসওয়ে চালু হয় পদ্মা সেতুরও আগে ২০২১ সালের মার্চে। তবে টোল নেওয়া হচ্ছে পদ্মা সেতু চালুর সপ্তাহখানেক পর ২০২২ সালের জুলাই থেকে। টোল আদায় ও এক্সপ্রেসওয়ের রক্ষণাবেক্ষণে কোরিয়া এক্সপ্রেসওয়ে করপোরেশনকে (কেইসি) ৭১৫ কোটি টাকায় অপারেটর হিসেবে নিয়োগ করা হয়েছে ২০২২ সালের জুনে।
এক্সপ্রেসওয়েতে রয়েছে দৃষ্টিনন্দন চার লেনের মূল সড়ক। ধীরগতির যানবাহন চলাচলে রয়েছে সুপরিসর সার্ভিস লেন। মূল চার লেন দিয়ে গাড়ি চলতে টোল দিতে হয়। সার্ভিস লেনে গাড়ি চলে বিনা টাকায়।
সওজের তথ্য অনুযায়ী, ২০২২ সালের ১ জুলাই থেকে গত ২২ জুন পর্যন্ত ২ কোটি ৩১ লাখ ৬১ হাজার ৫৯৭টি যানবাহন টোল দিয়ে চলাচল করেছে এক্সপ্রেসওয়েতে। পদ্মা সেতুতে দুই বছরে পারাপার হয়েছে ১ কোটি ২৪ লাখ ৫১ হাজার ৯৯৫টি যানবাহন।
চলতি ২০২৩-২৪ অর্থবছরে দিনে গড়ে ৩৪ হাজার ৪৭টি গাড়ি চলছে এক্সপ্রেসওয়েতে। এ বছরে ১ কোটি ২১ লাখ ৮৮ হাজার ৭৯১টি যানবাহন থেকে টোল আয় হয়েছে ১৮৪ কোটি ৩৮ লাখ ৪ হাজার ৫৯৬ টাকা। গত দুই বছরে মোট আয় ৩৬৪ কোটি ৬৫ লাখ ৭ হাজার ১৩৪ টাকা। ২০২২-২৩ অর্থবছরে এক্সপ্রেসওয়েতে চলা ১ কোটি ৯ লাখ ৭২ হাজার ৬২৬টি যানবাহন থেকে আয় হয়েছিল ১৭৯ কোটি ৯৭ লাখ ২ হাজার ৫৩৯ টাকা। আগের বছরে দৈনিক গড় আয় ছিল ৪৯ লাখ ৩০ হাজার ৬৯২ টাকা। এ বছর তা বেড়ে হয়েছে ৫১ লাখ ৫০ হাজার ২৯২ টাকা।
এক্সপ্রেসওয়েতে গাড়ি চলে বিনা বাধায়। মোড়গুলোতে এবং রেলের লেভেল ক্রসিংয়ে ওভারপাসের মাধ্যমে সিগন্যালবিহীন করা হয়েছে ৫৫ কিলোমিটার এই মহাসড়কে। স্থানীয় যানবাহনের পারাপারে রয়েছে আন্ডারপাস। পথচারীদের পারাপারে রয়েছে ফুট ওভারব্রিজ।
- বিষয় :
- পদ্মা সেতু