ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

একমাত্র অহংকার

একমাত্র অহংকার

যশ ও নুসরাত

কানিজ মাহমুদ

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২০ | ১২:০০

নিজস্বতা বলতে আমার কিছুই নেই, মাথার সিঁথি ধরে নেমে গেছে যে নীরব নদী, তাঁর কাছে জমা আছে চোখ রাঙানি শৈশব, বাউ কুড়ানি ঘ্রাণ। লাল ফিতে শাদা শাড়ি; নমিত হলে কত জনই বলেছে- মেয়েটি ঠিক মায়ের মতোই হয়েছে।
মাঝে মাঝে দ্বিমত হই, ভিজি চোখ জলে। আত্মার খোঁয়াড় ঘেঁষে জাগেনি আর কোনো মুখ- স্লেট, শুভ্র চক পেন্সিল, হাতের উপর রাখা প্রথম হাত, অ আ ক খ।
মা ছাড়া, আর কোনো বিকেল নেই, সন্ধ্যা নেই, মা ছাড়া কোনো সঞ্চয় নেই আমার।
whatsapp follow image

আরও পড়ুন

×