বোল
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ছবি: সংগৃহীত
মোস্তফা হামেদী
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২০ | ১২:০০
ফ্রক পরা মেয়েরা কলতলায়
কলসি দোলাতে দোলাতে এলো
নরম পায়ের দাগ
উঠানের ওপর আলপনা এঁকে দেয়
হরিণীর চাপল্য, মৃদু গুঞ্জন
আর চাপা হাসি গেঁথে গেঁথে বুনে চলেছে
একটা ষোড়শী বিকাল
ভাঁটার একটানা লহরীর ভিতর বসে
সে এসব শুনতে পায়
কে তাকে ডাকছে ওই গাঙের তটে
কচুরিফুলে ছাওয়া নদীর উপরে
ছইয়ে গলা উঁচিয়ে?
তাজা শোলের মতো সেসব বোল
এখনো লাফিয়ে চলেছে
মজা এক খালের বুক চিরে চিরে
কলসি দোলাতে দোলাতে এলো
নরম পায়ের দাগ
উঠানের ওপর আলপনা এঁকে দেয়
হরিণীর চাপল্য, মৃদু গুঞ্জন
আর চাপা হাসি গেঁথে গেঁথে বুনে চলেছে
একটা ষোড়শী বিকাল
ভাঁটার একটানা লহরীর ভিতর বসে
সে এসব শুনতে পায়
কে তাকে ডাকছে ওই গাঙের তটে
কচুরিফুলে ছাওয়া নদীর উপরে
ছইয়ে গলা উঁচিয়ে?
তাজা শোলের মতো সেসব বোল
এখনো লাফিয়ে চলেছে
মজা এক খালের বুক চিরে চিরে
- বিষয় :
- বোল