ঢাকা শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

নিজের ভাষার প্রশ্নে

নিজের ভাষার প্রশ্নে

ফাইরুজ ফাইজা বিথার

ফারুক মাহমুদ

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২০ | ১২:০০

দহন-দক্ষতা নিয়ে অশ্রু হাসে আগুন-ভাষায়
যে-থাকে থাকার জন্যে ভুল মন্ত্রে সে-ও চলে যায়

রুদ্ধশ্বাস মেঘ হলে কখনো কি বৃষ্টি ঝেঁপে আসে!
ছুরিকে বিশ্বাস নেই, বসে যদি আপেলের পাশে

যশের ভিখারি যারা- তুলে আনে পদনখধূলি
দূষিত নির্মাণ থেকে ছাই-পাঁশে ভরে নেয় ঝুলি

রুচিযোগ্য ঝরা ফুল, তারও থাকে অন্তমিল হাসি
দেশ নিয়ে আদিখ্যেতা, মনে মনে জটিল প্রবাসী

নিজের ভাষার প্রশ্নে কারও মনে করুণা জন্মালে
অন্ধকার পূর্ণ হয়, মুখ ঢাকে বহুস্তর জালে
whatsapp follow image

আরও পড়ুন

×