ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

আমার মায়ের নাম

আমার মায়ের নাম

মতিন রায়হান

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২০ | ১২:০০

আমি যেন লিখে রাখি তোমাদের নাম
বুকের শোণিতে
আমার বসন্ত গেছে অনাদরে অগোচরে
পড়ে আছে উদাসীনলিপি
মহুয়ার দিন গেছে নেশাতুর পরাগ-প্রবাহে
ঘ্রাণের দ্রাঘিমা ছুঁয়ে উড়ে যায় মক্ষিকার ঝাঁক
তবু আমি বাতাসেই কান পাতি
সকালের সূর্য ওঠে দূরের কুয়াশা ফুঁড়ে
প্রেম যেন মায়াময় আলোরাশি
ছায়াঘেরা বসতিপ্রবণ!

তবু আমি লিখে রাখি তোমাদের নাম
শিমুলস্বভাবে
ধুলোমাখা তুলোমেঘ ওড়ে শঙ্খচিল
আমার বসন্ত গেছে, যাক
তোমাদের দিনগুলো ছড়িয়ে পড়ুক
জনকোলাহলে
একুশের পাখি ওড়ে ব্যঞ্জনার পাখা মেলে
দিকে দিকে বাংলার জয়ধ্বনি
আমার মায়ের নাম বাংলা ভাষা
প্রিয়তমা চর্যার হরিণী!
whatsapp follow image

আরও পড়ুন

×