গৌরবের উৎস তুমি
পাক ক্রিকেটারদের কঠিন বার্তা দিলেন রমিজ রাজা। ছবি-টুইটার
হাসান হাফিজ
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২০ | ১২:০০
ফাল্কগ্দুনে ঝরেছে রক্ত, সেই রক্তে সঞ্জীবনী পেয়েছিল ভাষা
দ্রোহে ক্ষোভে প্রতিবাদে সৃজিত সে গর্বিত অধ্যায়।
ফাল্কগ্দুনে ফুটেছে পুষ্প, সুরভিত শহীদের বীরত্ব-মূর্ছনা
কোকিলের কণ্ঠে কণ্ঠে ভাষাজয়ী আগমনী অর্জনের গান।
ফাল্কগ্দুন, তোমার কাছে ঋণী আমরা, দিয়েছিলে তুমি
জ্বলে উঠবার মত দীপ্র তেজ, দুঃসাহস, শক্তি শপথের।
ফাল্কগ্দুন, তোমার কাছে বারংবার ফিরে আসতে হবে সুনিশ্চিত
ভাষা প্রশ্নে তুমি হচ্ছো চিরন্তন উৎস গৌরবের,
আত্মমর্যাদার প্রশ্নে একমাত্র তুমিই তো স্পর্ধার প্রতীক
দ্রোহে ক্ষোভে প্রতিবাদে সৃজিত সে গর্বিত অধ্যায়।
ফাল্কগ্দুনে ফুটেছে পুষ্প, সুরভিত শহীদের বীরত্ব-মূর্ছনা
কোকিলের কণ্ঠে কণ্ঠে ভাষাজয়ী আগমনী অর্জনের গান।
ফাল্কগ্দুন, তোমার কাছে ঋণী আমরা, দিয়েছিলে তুমি
জ্বলে উঠবার মত দীপ্র তেজ, দুঃসাহস, শক্তি শপথের।
ফাল্কগ্দুন, তোমার কাছে বারংবার ফিরে আসতে হবে সুনিশ্চিত
ভাষা প্রশ্নে তুমি হচ্ছো চিরন্তন উৎস গৌরবের,
আত্মমর্যাদার প্রশ্নে একমাত্র তুমিই তো স্পর্ধার প্রতীক
- বিষয় :
- গৌরবের উৎস তুমি