- বিশেষ সমকাল
- কমিউনিটি ব্যাংকের ক্রেডিট কার্ডে মিলছে নানা সুবিধা
কমিউনিটি ব্যাংকের ক্রেডিট কার্ডে মিলছে নানা সুবিধা

কমিউনিটি ব্যাংকের ইস্যু করা প্লাটিনাম ও গোল্ড ডুয়াল কারেন্সি ভিসা ক্রেডিট কার্ডে রয়েছে আকর্ষণীয় সব সুবিধা। বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্য ছাড়াও যে কোনো সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী, উদ্যোক্তা ও ব্যবসায়ীরা এসব সুবিধা উপভোগ করতে পারছেন। এ কার্ডের মাধ্যমে দেশ-বিদেশে কেনাকাটা, নগদ উত্তোলন, বিল পরিশোধ ইত্যাদি খুব সহজে এবং স্বাচ্ছন্দ্যে করতে পারছেন গ্রাহকরা।
কমিউনিটি ব্যাংক গোল্ড ও প্লাটিনাম ক্রেডিট কার্ডে প্রথম বছরে বার্ষিক ফি দিতে হয় না। বছরে ১২টি পিওএস অথবা অনলাইন লেনদেন করলে দ্বিতীয় বছর থেকে বার্ষিক ফি মওকুফ করা হয়। আছে বিনামূল্যে প্রথম সাপ্লিমেন্টারি কার্ড পাওয়ার সুবিধাও। কমিউনিটি ব্যাংক গোল্ড ও প্লাটিনাম ক্রেডিট কার্ডধারীর প্রথম সাপ্লিমেন্টারি কার্ডে বার্ষিক ফি দিতে হয় না।
এসব কার্ডে বিনামূল্যে এসএমএস সেবা পান গ্রাহকরা। কমিউনিটি ব্যাংক ক্রেডিট কার্ডে বছরে সর্বনিম্ন সুদের হার ২০ শতাংশ। অনলাইন, পিওএস অথবা ফান্ড ট্রান্সফার– যে কোনো লেনদেনের জন্য সুদমুক্ত সময় সর্বোচ্চ ৪৫ দিন। কমিউনিটি ব্যাংকের ক্রেডিট কার্ড সারাবিশ্বের যে কোনো ভিসা টার্মিনালে (এটিএম, পিওএস, ই-কমার্স) ব্যবহারের জন্য যোগ্য।
কমিউনিটি ব্যাংক ক্রেডিট কার্ড কন্ট্যাক্টলেস পেমেন্ট সলিউশন ব্যবহার করে কেনাকাটা আরও সুবিধাজনক, সহজ এবং নিরাপদ। গ্রাহক তাঁর কমিউনিটি ব্যাংক ক্রেডিট কার্ডের মাধ্যমে ৫ হাজার টাকা পর্যন্ত যে কোনো কেনাকাটার জন্য দ্রুত অর্থ প্রদান করতে পারেন কার্ডটি ট্যাপ করে পিন না ব্যবহার করেই। তবে ৫ হাজার টাকার বেশি কেনাকাটার জন্য গ্রাহককে অবশ্যই কার্ডের পিনের মাধ্যমে লেনদেন করতে হবে।
কমিউনিটি ক্যাশের মাধ্যমে গ্রাহক ইন্টারনেট ব্যাংকিংয়ের জন্য কমিউনিটি ব্যাংক ভিসা ক্রেডিট কার্ড রেজিস্ট্রেশন করতে পারেন। গ্রাহক বিশ্বের যে কোনো ভিসা মনোনীত এটিএম, ১৭০টিরও বেশি কমিউনিটি ব্যাংক এটিএম এবং দেশব্যাপী যে কোনো ব্যাংকের কিউ-ক্যাশ এটিএমে সুবিধাজনক নগদ উত্তোলন সেবা উপভোগ করতে পারবেন।
অটো ডেবিট নির্দেশাবলির মাধ্যমে সেভিংস অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করতে পারবেন গ্রাহকরা। এ ছাড়াও কমিউনিটি ক্যাশ অ্যাপ অথবা কমিউনিটি ব্যাংকের শাখায় ডিপোজিটের মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমেও গ্রাহক তাঁর ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করতে পারেন।
কার্ডে রয়েছে ফান্ড ট্রান্সফারের ভালো সুবিধা। কমিউনিটি ক্যাশ অ্যাপের মাধ্যমে বিকাশ, নগদ বা রকেট অ্যাপে কমিউনিটি ব্যাংক অ্যাকাউন্টে গ্রাহক ক্রেডিট কার্ড ব্যালান্স ট্রান্সফার করতে পারবেন মাত্র ১ শতাংশ প্রসেসিং ফির মাধ্যমে।
কমিউনিটি ব্যাংক ক্রেডিট কার্ডে এটিএমের মাধ্যমে ৫০ শতাংশ পর্যন্ত নগদ উত্তোলন করে গ্রাহক তাঁর অব্যবহৃত ক্রেডিট সীমা ব্যবহার করতে পারবেন। কমিউনিটি ব্যাংক ক্রেডিট কার্ডের মাধ্যমে যে কোনো পিওএস বা ই-কমার্স লেনদেনে রিওয়ার্ড পয়েন্ট অর্জন করা যায়।
সুবিধাজনক পেমেন্ট সেবা দিচ্ছে কমিউনিটি ব্যাংক। যেসব উপায়ে গ্রাহক ক্রেডিট কার্ডের বকেয়া পরিশোধ করতে পারবেন সেগুলোর মধ্যে রয়েছে– কমিউনিটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে অটো ডেবিট, কমিউনিটি ক্যাশ অ্যাপের মাধ্যমে অর্থ প্রদান, বিইএফটিএনের মাধ্যমে পেমেন্ট, বিকাশ অ্যাপের মাধ্যমে বিল পেমেন্ট ও কমিউনিটি ব্যাংক শাখার মাধ্যমে নগদ অর্থ প্রদান।
কমিউনিটি ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা পেমেন্ট করার আগে মাসিক লেনদেনের ই-স্টেটমেন্ট সেবা পাবেন। ইএমআইর জন্য নির্দিষ্ট কুইকবাই মার্চেন্ট আউটলেটে কেনাকাটা করা যাবে। কুইকবাই প্রোগ্রামের জন্য ন্যূনতম ৩ হাজার টাকা বা তার বেশি লেনদেনে শূন্য শতাংশ সুদহারে এবং পরবর্তী তিন থেকে ৩৬ মাস পর্যন্ত পর্যন্ত মাসিক কিস্তিতে পেমেন্ট করার সুবিধা গ্রাহক উপভোগ করতে পারবেন।
গ্রাহক যে কোনো পিওএস বা ই-কমার্স কেনাকাটার লেনদেন ২৪ মাস পর্যন্ত ইএমআইতে রূপান্তর করতে পারবেন মাত্র ৯.৯৯ শতাংশ সুদহারে ১৬৭০৭ নম্বরে কল করে অথবা কমিউনিটি ব্যাংকের যে কোনো শাখা বা সার্ভিস ডেস্কে গিয়ে লেনদেন করার পরবর্তী ২০ কার্যদিবসের মধ্যে। লেনদেন ইএমআইতে রূপান্তর অথবা নিষ্পত্তি করার জন্য কোনো প্রক্রিয়াকরণ ফি নেওয়া হবে না। কমিউনিটি ব্যাংক বিভিন্ন বিখ্যাত শপ, রেস্তোরাঁ এবং ভ্রমণ সম্পর্কিত প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব করেছে, যেখানে গ্ৰাহক পণ্য ক্রয়ের ওপর বিশেষ ছাড় পেতে পারেন।
কমিউনিটি ব্যাংক ক্রেডিট কার্ডহোল্ডারদের কমিউনিটি ক্যাশ অ্যাপ সুবিধা উপভোগ করার সুযোগ রয়েছে। এটি একটি ইন্টারনেট ব্যাংকিং সেবা, যেখানে কার্ডধারীরা ক্রেডিট কার্ড সংক্রান্ত বিভিন্ন সেবা উপভোগ করতে পারবেন। যেমন– কার্ড ব্যালান্স চেক করা, কার্ড বিল পেমেন্ট করা, মিনি কার্ড স্টেটমেন্ট চেক করা, ২৪/৭ যোগাযোগ সেবা ইত্যাদি। কার্ড সংক্রান্ত যে কোনো প্রশ্ন এবং সেবার জন্য গ্রাহক তাঁর রেজিস্টার্ড নম্বর থেকে ১৬৭০৭ অথবা +৮৮০৯৬১২৭১৬৭০৭ নম্বরে কল করে সেবা নিতে পারেন।
মন্তব্য করুন