- অন্যান্য
- বিএমডিসির সভাপতি হলেন জাতীয় অধ্যাপক মাহমুদ হাসান
বিএমডিসির সভাপতি হলেন জাতীয় অধ্যাপক মাহমুদ হাসান

ডা. মাহমুদ হাসান। ফাইল ছবি।
জাতীয় অধ্যাপক ডা. মাহমুদ হাসান বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টার কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি নির্বাচিত নির্বাচিত হয়েছেন। শনিবার বিএমডিসির ৪৯তম সাধারণ সভায় তিনি সভাপতি নির্বাচিত হন। ডা. মাহমুদ হাসান চিকিৎসকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সভাপতি।
সাত সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদে অধ্যাপক ডা. রওশন আরা বেগম সহ-সভাপতি এবং অধ্যাপক ডা. এ বি এম মাকসুদুল আলম কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহি কমিটির অন্যরা হলেন-বিএমএ’র সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাচিপ সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, বিএসএমএমইউ'র উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ ও সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. জুলফিকার রহমান খান এবং নিপসমের পরিচালক অধ্যাপক ডা. বায়েজীদ খুরশীদ রিয়াজ। আগামী তিন বছর এ কমিটি দায়িত্ব পালন করবে।
প্রতিষ্ঠানটি মেডিকেল ও ডেন্টাল কলেজ অনুমোদন ও চিকিৎসকদের নিবন্ধন দেয়। এছাড়া মেডিকেল ও ডেন্টাল শিক্ষার নীতিমালা প্রণয়নসহ সার্বিক কার্যক্রম এ প্রতিষ্ঠানটির ওপর ন্যস্ত।
মন্তব্য করুন