- অন্যান্য
- হকির ক্যাম্পে ৩৬ জন
হকির ক্যাম্পে ৩৬ জন

গত মাসে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এশিয়ান হকি ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। শিরোপা জেতায় এশিয়ান গেমস ও এশিয়া কাপের চূড়ান্ত আসরে খেলা নিশ্চিত হয় বাংলাদেশের- এমনটাই জেনেছে সবাই।
কিন্তু এশিয়ান হকি ফেডারেশন জানিয়েছে, সেপ্টেম্বরে চীনের হ্যাংঝুতে অনুষ্ঠেয় এশিয়ান গেমসের বাছাইপর্ব খেলতে হবে বাংলাদেশকে। তারই ধারাবাহিকতায় ৬-১৫ মে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে গেমসের বাছাইপর্ব।
এই আসর থেকে সেরা চার দল খেলবে এশিয়ান গেমসে। সেই প্রতিযোগিতা এবং ২৩ মে থেকে ১ জুন ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য হিরো এশিয়ান কাপের প্রস্তুতির জন্য গতকাল ৩৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। দুই টুর্নামেন্টের কোচ ইমান গোবিনাথান কৃষ্ণমূর্তি।
মন্তব্য করুন