- অন্যান্য
- সাকিবকে জাতীয় দলের জার্সি পাঠাল আর্জেন্টিনা
সাকিবকে জাতীয় দলের জার্সি পাঠাল আর্জেন্টিনা

ছবি: বিসিবির ফেসবুক থেকে নেওয়া
বাংলাদেশ জাতীয় দলের টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব আল হাসানকে জার্সি উপহার পাঠিয়েছে আর্জেন্টিনা।
দেশটির ছেলে ও মেয়েদের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক হার্নান ফিনেল ও অ্যালিসন স্টোকস এই উপহার পাঠিয়েছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে। আর্জেন্টিনা জাতীয় ক্রিকেট দলের জার্সি হাতে নিয়ে ছবি তুলেছেন সাকিব।
যা বিসিবির সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে। জার্সি পাঠিয়ে আর্জেন্টিনা পুরুষ ও নারী দলের অধিনায়ক বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়েছেন।
কাতার বিশ্বকাপে লিওনেল মেসির আর্জেন্টিনাকে সমর্থন দিয়েছেন বাংলাদেশের অসংখ্য ভক্ত। বিষয়টি আর্জেন্টিনা জাতীয় দলের খেলোয়াড়, কোচিং স্টাফদের প্রশংসা কুড়ায়। আর্জেন্টিনায়ও সাড়া ফেলে। যার ভিত্তিতে আর্জেন্টিনার ভক্তরাও বাংলাদেশের ক্রিকেট অনসুরণ শুরু করে। সাকিবকে জার্সি পাঠানো তারই অংশ।
মন্তব্য করুন