মেন'স জুনিয়র এশিয়া কাপ হকিতে নিজের প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাসী ছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি মামুনুর রশীদের দল। গ্রুপ 'বি'তে মালয়েশিয়ার বিপক্ষে ৫-১ গোলে হেরেছে বাংলাদেশ। জয়ী দলের ইরফান সুহাইমি হ্যাটট্রিক করেন।

বৃহস্পতিবার ওমানের সালালাহ স্পোর্টস কমপ্লেক্সে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল মালয়েশিয়া। ৮ মিনিটে মালয়েশিয়াকে এগিয়ে নেন শফিক ইখমাল। এরপর পেনাল্টি কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করেন ইরফান। প্রথম কোয়ার্টারের শেষ দিকে ব্যবধান আরও বাড়ান সাইয়ামিম নাইম।

তিন গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ ম্যাচে ফেরার চেষ্টা করে। দ্বিতীয় কোয়ার্টারে কোনও দলই গোল করতে পারেনি। ৩৭ মিনিটে বাংলাদেশ এক গোল শোধ দেয় শেষ পর্যন্ত। পেনাল্টি কর্নার থেকে ব্যবধান কমিয়েছেন মোহাম্মদ আব্দুল্লাহ।

তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশ লড়াই করতে পারেনি। চতুর্থ ও শেষ কোয়ার্টারে ইরফান হ্যাটট্রিক পূরণ করলে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত এই স্কোরলাইন ধরে রেখে মালয়েশিয়া টার্ফ ছেড়েছে।

শুক্রবার তৃতীয় ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে উজবেকিস্তানের।