জুনিয়র এশিয়া কাপে বড় স্বপ্ন নিয়ে খেলতে গিয়েছিল বাংলাদেশ। লক্ষ্য ছিল বিশ্বকাপে জায়গা নিশ্চিত করা। কিন্তু দক্ষিণ কোরিয়ার সঙ্গে হেরে সেই সুযোগ হারায় বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল হকি দল। এবার পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচেও হেরে গেছে তারা। জাপানের বিপক্ষে ১-৫ গোলে হেরে ষষ্ঠ হয়ে এশিয়া কাপ শেষ করল মামুন-উর-রশিদের শিষ্যরা।

বিজয়ী দলের হয়ে তানাকা দুটি এবং শিগেয়ামা, সায়েকি ও মাতসুজাকি একটি করে গোল করেন। বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি শোধ দেন তাসিন আলী।

জুনিয়র বিশ্বকাপে তিনটি কোটা এশিয়ার। স্বাগতিক হিসেবে ওই প্রতিযোগিতায় সরাসরি খেলবে মালয়েশিয়া। বাংলাদেশ এশিয়া কাপে মালয়েশিয়ার গ্রুপেই পড়েছিল। মালয়েশিয়া এই টুর্নামেন্টে সেমিফাইনালে উঠায় বাকি তিন সেমিফাইনালিস্ট দেশের বিশ্বকাপ নিশ্চিত হয়ে যায়।

/টিআই/