- অন্যান্য
- ছিনতাইয়ে বাধা পেয়ে শিক্ষার্থীকে ছুরিকাঘাত
ছিনতাইয়ে বাধা পেয়ে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

প্রতীকী ছবি
রাজধানীর রায়েরবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন আবদুল্লাহ হুজাইফা (১৮) নামের এক মাদ্রাসাছাত্র। মঙ্গলবার সকালে শহীদ বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বছিলার নূরে মদিনা কওমি মাদ্রাসায় পড়েন হুজাইফা।
মোহাম্মদপুর থানার ওসি আবুল কালাম আজাদ সমকালকে বলেন, ছিনতাইয়ের কোনো অভিযোগ পুলিশের কাছে আসেনি। তবে এখন এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।
আহত হুজাইফা ঢামেক হাসপাতালে জানান, বুদ্ধিজীবী কবরস্থানের পাশের বছিলা রোড দিয়ে যাওয়ার সময় হঠাৎ চার ছিনতাইকারী এসে তাঁকে ঘিরে ধরে। তারা ছুরির ভয় দেখিয়ে মোবাইল ফোন ও টাকা কেড়ে নেওয়ার চেষ্টা চালায়। এ সময় তিনি বাধা দিলে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। প্রকাশ্যে এমন ঘটনা ঘটলেও কেউ তাদের বাধা দেয়নি। তবে ছিনতাইকারীরা চলে যাওয়ার পর লোকজন তাঁর কাছে যায়। তাদের সহায়তায় রিকশা নিয়ে প্রথমে স্থানীয় হাসপাতালে যায় হুজাইফা। সেখানকার চিকিৎসকদের পরামর্শে তাঁকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্বজনরা জানান, পরিবারের সঙ্গে মোহাম্মদপুরের মোহাম্মদিয়া হাউজিং লিমিটেডের ৪ নম্বর সড়কের বাসায় থাকেন হুজাইফা। গতকাল সকালে বাসা থেকে হেঁটে মাদ্রাসায় যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
এর আগে ২৪ এপ্রিল দুই জাপানি নাগরিক রায়েরবাজার কবরস্থান দেখতে গিয়ে ছিনতাইকারীর কবলে পড়েন। পরদিন এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা হয়। পরে ছিনতাইয়ে জড়িত তিনজনকে গ্রেপ্তার এবং কিছু মালপত্র উদ্ধার করে পুলিশ।
মন্তব্য করুন