বিবিএসের জরিপ
ইন্টারনেট সেবার বাইরে দেশের অর্ধেক মানুষ
প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫ | ০৭:২৫
এখনও দেশের অর্ধেক মানুষ ইন্টারনেট সেবার বাইরে রয়ে গেছে। ৫০ দশমিক ৪ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করে থাকে। ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে গ্রাম এখনও শহরের চেয়ে পিছিয়ে। শহরের ৬০ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করে; গ্রামে এ হার ৪৬ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
জরিপে পাঁচ বছরের বেশি বয়সের মানুষকে ইন্টারনেট ব্যবহারের উপযুক্ত হিসেবে বিবেচনায় নেওয়া হয়েছে। গত জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে জরিপের তথ্য নেওয়া হয়।
তথ্যপ্রযুক্তি (আইসিটি) প্রয়োগ ও ব্যবহার জরিপ প্রতিবেদনটি গতকাল বুধবার প্রকাশ করা হয়। ব্যক্তি ও খানা পর্যায়ে তথ্যপ্রযুক্তির ব্যবহার পরিমাপের জরিপটি এক যুগ পর করা হলো।
এখনও অর্ধেক মানুষ ইন্টারনেট সেবার বাইরে থাকলেও দিন দিন ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। প্রতিবেদনে দেখা যায়, ২০২২ সালে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর হার ছিল ৩৮ দশমিক ১ শতাংশ। পরের বছর বেড়ে হয় ৪৩ দশমিক ৬ শতাংশ। আর এই অর্থবছরের প্রথম প্রান্তিকে ৫০ দশমিক ৪ শতাংশে উন্নীত হয়েছে।
আইসিটির সরঞ্জাম ব্যবহারের ক্ষেত্রে দেখা যায়, দেশের ৯৮ দশমিক ৭ শতাংশ মানুষ মোবাইল ফোন ব্যবহার করে। স্মার্টফোন ব্যবহার করে ৭০ শতাংশ মানুষ। কম্পিউটার ব্যবহার করে ৯ দশমিক ২ শতাংশ। রেডিও ১৫, টেলিভিশন ৬৪ ও ফিক্সড ফোন ব্যবহার করে ১ শতাংশেরও কম মানুষ।
- বিষয় :
- জরিপ