ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

হেরা মন্দিরে অলিম্পিক মশাল প্রজ্বালন

হেরা মন্দিরে অলিম্পিক মশাল প্রজ্বালন

গ্রিক অভিনেত্রী ম্যারি মিনা মশাল জ্বালান। ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৪ | ২২:৫৫

প্রথা অনুযায়ী মঙ্গলবার জন্মস্থান প্রাচীন গ্রিসের অলিম্পিয়ায় ২০২৪ প্যারিস অলিম্পিকের মশাল প্রজ্বালন করা হয়। 

মেঘাচ্ছন্ন আবহাওয়ায় গ্রিসের দক্ষিণে ২৬০০ বছরের পুরোনো হেরা মন্দিরে গ্রিক অভিনেত্রী ম্যারি মিনা মশালটি জ্বালান। ছবি: এএফপি

বিশ্বে চলমান নানা সংকট নিরসনের প্রত্যাশা নিয়ে যাত্রা শুরু করে মশাল। প্রথা অনুসারে প্রধান উপাসকের ভূমিকা পালন করেন দেবতা অ্যাপোলোর প্রতি প্রার্থনা নিবেদনের অভিনয়ের মধ্য দিয়ে। ছবি: এএফপি

বিভিন্ন দেশ প্রদক্ষিণ শেষে আগামী ৮ মে মার্শেই দিয়ে ফ্রান্সে প্রবেশ করবে এই মশাল।  ছবি: এএফপি

২৬ জুলাই প্যারিসে অলিম্পিক স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে পৌঁছাবে মশালটি। ছবি: এএফপি

আরও পড়ুন

×