ঢাকা শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

মিরপুরে আইরিশ মেয়েদের রিকশা ভ্রমণ

মিরপুরে আইরিশ মেয়েদের রিকশা ভ্রমণ

ছবি- বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪ | ১৭:১৮ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৪ | ১৭:৩৭

প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আয়ারল্যান্ডের মেয়েরা এখন বাংলাদেশে। ইতোমধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি শেষ হয়েছে। দ্বিতীয় ম্যাচের আগে বিরতির দিনে আইরিশ নারী ক্রিকেটাররা অন্যরকম সময় কাটালেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় বাংলাদেশের আলোচিত বাহন রিকশাতে করে ঘুরলেন তারা।

ছবি- বিসিবি

শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে হঠাৎ মিরপুর স্টেডিয়ামে ডজনখানেক রিকশা জড়ো করা হয়। বিসিবির মূল ফটক থেকে শুরু হয়ে স্টেডিয়ামের ২ নম্বর গেট থেকে ৪ নম্বর গেট পর্যন্ত রিকশা ট্যুরের পরিকল্পনা করা হয়। একটু পর সেগুলোতে উঠে বসেন আইরিশ মেয়েরা।

ছবি- বিসিবি

অনভ্যস্ত হওয়ায় এই বাহনে চড়তে কেউ কেউ ইতস্তত বোধ করছিলেন। তবে সবাই খুব মজা পেয়েছেন রিকশায় চেপে। কোনও কোনও আইরিশ ক্রিকেটার তো নিজেই রিকশা চালালেন। সতীর্থকে পেছনে বসিয়ে নিজেই চালিয়েছেন রিকশা।

ছবি- বিসিবি

ঢাকার ঐতিহ্যবাহী এই বাহনে বসার পর তাঁদের উচ্ছ্বাস ছিল দেখার মতো। কয়েকজন ক্রিকেটার গণমাধ্যমকর্মীদের দিকে হাত নেড়ে শুভেচ্ছা জানাতেও ভুললেন না। তাদের এই মজার মুহূর্তগুলো ক্যামেরায় বন্দী করতে গণমাধ্যমকর্মীদেরও ব্যস্ত দেখা যায়।

ছবি- বিসিবি

উল্লেখ্য, শনিবার (৩০ নভেম্বর) সকাল ১০টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে হারের পর এই ম্যাচ আয়ারল্যান্ডের জন্য সিরিজ রক্ষার সুযোগ, যেখানে তারা নিজেদের সেরা পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করবে।

whatsapp follow image

আরও পড়ুন

×