ইংলিশ লিগের ‘বড় রাত’, দেখে নিন ছয় ম্যাচের ফল
![ইংলিশ লিগের ‘বড় রাত’, দেখে নিন ছয় ম্যাচের ফল ইংলিশ লিগের ‘বড় রাত’, দেখে নিন ছয় ম্যাচের ফল](https://samakal.com/media/imgAll/2024December/saliba-1733385262.jpg)
ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেওয়ার পর বড় পরীক্ষা ছিল কোচ আমোরিমের। আর্সেনালের মাঠে গিয়ে ২-০ গোলে হেরেছে তার দল। জাস্টিন টিম্বার ও উইলিয়াম সালিবা গানারদের হয়ে গোল করেছেন। সালিবার গোল উদযাপন। ছবি: এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪ | ১৩:৫৪
প্রিমিয়ার লিগে বুধবার রাতে মাঠে নেমেছিল চেলসি, আর্সেনাল, লিভারপুল, ম্যানসিটি, ম্যানইউ-এর মতো দল। কোন ম্যাচে কী ফল হলো। দেখে নিন এক নজরে।
- বিষয় :
- প্রিমিয়ার লিগ
- লিভারপুল
- চেলসি
- আর্সেনাল