ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫

ইংলিশ লিগের ‘বড় রাত’, দেখে নিন ছয় ম্যাচের ফল

ইংলিশ লিগের ‘বড় রাত’, দেখে নিন ছয় ম্যাচের ফল

ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেওয়ার পর বড় পরীক্ষা ছিল কোচ আমোরিমের। আর্সেনালের মাঠে গিয়ে ২-০ গোলে হেরেছে তার দল। জাস্টিন টিম্বার ও উইলিয়াম সালিবা গানারদের হয়ে গোল করেছেন। সালিবার গোল উদযাপন। ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪ | ১৩:৫৪

প্রিমিয়ার লিগে বুধবার রাতে মাঠে নেমেছিল চেলসি, আর্সেনাল, লিভারপুল, ম্যানসিটি, ম্যানইউ-এর মতো দল। কোন ম্যাচে কী ফল হলো। দেখে নিন এক নজরে। 

সাউদাম্পটনের বিপক্ষে ৫-১ গোলের বড় জয় পেয়েছে চেলসি। ব্লুজদের হয়ে গোল করেছেন দিয়াসি, এনকুনকো, মাদুইকে, পালমার ও সানচো। পালমারের গোল উদযাপন। ছবি: এএফপি

 প্রিমিয়ার লিগে ধারাবাহিক ভালো করছে অ্যাস্টন ভিলা। চ্যাম্পিয়ন্স লিগে খেলা দলটি এদিন ৩-১ গোলে হারিয়েছে ব্রেন্টফোর্ডকে। রজার ও ওয়াটকিন গোল পেয়েছেন। লিগ টেবিলে সাতে আছে তারা। ছবি: এএফপি

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সাত ম্যাচে জয়হীন ছিল ম্যানচেস্টার সিটি। নটিংহাম ফরেস্টকে ৩-০ গোলে উড়িয়ে জয়ের ধারায় ফিরেছে পেপ গার্দিওলার দল।

লিগ ও চ্যাম্পিয়ন্স লিগে দারুণ ছন্দে থাকা লিভারপুল ৩-৩ গোলে নিউক্যাসলের বিপক্ষে সমতা করেছে। অল রেডসদের হয়ে জোড়া গোল করেছেন সালাহ। ম্যাচ শেষে ভক্তদের অভিবাদন জানান নিউক্যাসল খেলোয়াড়রা। ছবি: এএফপি

এভারটন বড় জয় পেয়েছে উলভারহ্যাম্পটনের বিপক্ষে। ৪-০ গোলের জয়ে মাঠ ছেড়েছে এভারটন। ছবি: এএফপি

আরও পড়ুন

×