ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫

ছবিতে এশিয়ার চ্যাম্পিয়নদের দেশে ফেরা

ছবিতে এশিয়ার চ্যাম্পিয়নদের দেশে ফেরা

ছবি- বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪ | ১১:১৪

এশিয়া কাপ জয়ের পর সোমবার রাতে দেশে ফিরেছেন বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারসহ কোচিং স্টাফের সদস্যরা। হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে রাত ১১টায় অবতরণ করে যুব এশিয়া কাপ দলের বহণকারী বিমান। সেখানে উপস্থিত ছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন, বোর্ড পরিচালক আকরাম খান, নাজমুল আবেদীন ফাহিম, ইফতেখার মিঠু ও ফাহিম সিনহা। 

বিসিবি ফেসবুক পেজে যুবাদের দেশে ফেরার বিষয়টি জানিয়ে এক পোস্টে লিখেছে, ‘নায়কদের স্বদেশ প্রত্যাবর্তন, দেশে ফিরেছে বিজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। এই তরুণ ক্রিকেটাররা এসিসি পুরুষদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতে জাতির জন্য অপরিসীম গর্ব নিয়ে এসেছেন।’

ছবি- বিসিবি

ছবি- বিসিবি

ছবি- বিসিবি

ছবি- বিসিবি

আরও পড়ুন

×