ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

শেরেবাংলায় ফতেহ আলীর সুরের দরিয়ায় ডুব

শেরেবাংলায় ফতেহ আলীর সুরের দরিয়ায় ডুব

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে উপমহাদেশের কিংবদন্তি সংগীত শিল্পী রাহাত ফহেত আলী খানের ‘তেরি আখো কা দরিয়া কা’র মতো গানের সুরের দরিয়ায় ডুব দিয়েছেন ভক্তরা। ছবি: বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪ | ২২:৫০

শেরেবাংলা স্টেডিয়ামে বিকাল সাড়ে চারটায় শুরু হয় অনুষ্ঠান। বিপিএলের থিম সং ‘এলো বিপিএল’-এ স্টেজ মাতান র‌্যাপার হান্নান, প্রিতম ও রাফা। তবে মূল আকর্ষণ ছিলেন ফহেত আলী খান। ছবি: বিসিবি

রাফার পরিবেশনা শেষে বিপিএলের উদ্বোধন ঘোষণা করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুত এক মিনিট নিরবতা পালন ও জুলাই গণহত্যার ভিডিও এবং অডিও ভিউজ্যুয়াল প্রদর্শন হয়। ছবি: বিসিবি

  ফতেহ আলী খান আল্লাহু আল্লাহু..., সাজনা তেরে বিনা... মানে জুম জুম, তানে জুম জুম..., তেরি আখোকা দরিয়া কা... এর মতো জনপ্রিয় সঙ্গীত পরিবেশন করেন। ছবি: বিসিবি

বিপিএলে এর আগে বাপ্পি লাহিড়ী, শান, এআর রহমান পারফর্ম করেছেন। মঞ্চ মাতিয়েছেন হৃতিক, জ্যাকলিন, সালমান খানরা। ছবি: বিসিবি

আরও পড়ুন

×