ঢাকা মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

আইপিএল: আজ মাঠে নামছে মোস্তাফিজের দিল্লি

আইপিএল: আজ মাঠে নামছে মোস্তাফিজের দিল্লি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২২ | ০১:০৪ | আপডেট: ২৭ মার্চ ২০২২ | ০১:০৪

আইপিএলের উদ্বোধনী ম্যাচে গত রাতে চেন্নাই সুপার কিংসকে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য আসরের শুরুটা হবে আজ। কারণ আজ মাঠে নামছে মোস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালস। তবে প্রথম ম্যাচে থাকছে না কাটার মাষ্টার। কেননা তাকে থাকতে হচ্ছে তিনদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে। ফলে আগামী ২ এপ্রিল গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচ দিয়েই মাঠে নামার সম্ভাবনা মোস্তাফিজের।

ক্রিকইনফোর প্রতিবেদনে জানা গেছে, প্রথম ম্যাচেই পাঁচ তারকাকে ছাড়া মাঠে নামতে হবে রিশভ পন্তদের। তারা হলেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ, ডেভিড ওয়ার্নার, দক্ষিণ আফ্রিকার এনরিখ নরকিয়া, লুঙ্গি এনগিডি ও বাংলাদেশের মোস্তাফিজুর রহমান।

এবারের আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মোস্তাফিজ। নিয়মিত মুখ সাকিব আল হাসানকে নেয়নি কোনো দলই। সম্প্রতি বাংলাদেশ দল যখন দক্ষিণ আফ্রিকা সফরে, তখন তাসকিন আহমেদকে পুরো মৌসুমের জন্য চেয়েছিল লখনৌ সুপার জায়ান্টস। তাকেও ছাড়েনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হওয়ায় মোস্তাফিজের ওপরই চোখ বাংলাদেশি সমর্থকদের। কাটার মাস্টার নিজেও স্বীকার করছেন সে কথা। তিনি বলেন, 'আমি আর সাকিব ভাই খেললে দুটি টিমে ভাগ হয় আমাদের বাংলাদেশের সাপোর্টাররা। এবার সবাই আমার খেলাই দেখবে। কারণ, সাকিব ভাই সব ফরম্যাটেই জাতীয় দলের সঙ্গে আছে, এ কারণেই নির্বাচিত হয়নি। এই আর কি।'

আরও পড়ুন

×