চ্যাম্পিয়ন চেলসির 'রিয়াল' পরীক্ষা

ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২২ | ০১:২০ | আপডেট: ১২ এপ্রিল ২০২২ | ০১:২০
স্প্যানিশ ক্লাবের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে প্রত্যাবর্তনের অসাধারণ গল্পটা লিখেছিল লিভারপুল। ২০১৮-১৯ মৌসুমে সেমিফাইনালে প্রথম লেগে বার্সেলোনা জিতেছিল ৩-০ গোলে। পরের লেগে লিভারপুল ৪-০ গোলে জিতে উঠেছিল ফাইনালে। ওই আসরের চ্যাম্পিয়নও অল রেডসরা। এবার লিভারপুল হওয়ার সুযোগ চেলসির।
ইয়োর্গেন ক্লপের দল ২০১৯ সালে বার্সাকে ধসিয়ে দিয়েছিল হোম গ্রাউন্ডে। থমাস টুখেলের দলকে ঘুরে দাঁড়াতে হবে রিয়াল মাদ্রিদের ঘর সান্তিয়াগো বার্নাব্যুতে। স্টামফোর্ড ব্রিজে ৩-১ গোলে হারা চেলসির জন্য ঘুরে দাঁড়ানোর কাজটা কঠিনই বটে। দুই বা তার বেশি গোলে জিততে হলে চেলসিকে অসাধারণ কিছু করতে হবে।
সমীকরণ যে বড় কঠিন তা ভালো করেই জানা ব্লুজ কোচ টুখেলের, ‘বার্নাব্যুতে ম্যাচটি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। প্রত্যাশিত ফল পেতে, কমপক্ষে দুই কিংবা তিন গোলে রিয়ালের মাঠে জেতাটা অনেক কঠিন। তবে আমরা হাল ছাড়ব না। চেষ্টা করে যাব।’
কঠিন এই চ্যালেঞ্জের ম্যাচে স্ট্রাইকার রোমেলু লুকাকুকে পাচ্ছে না চেলসি। সাউদাম্পটনের ম্যাচে ইনজুরিতে পড়েছেন তিনি। দলের সঙ্গে মাদ্রিদে আসছেন না তিনি। তবে সাউদাম্পটনের বিপক্ষে দারুণ খেলা জার্মান স্ট্রাইকার টিমো ওয়ার্নার তার অভাব পূরণ করে দিতে পারেন।
অন্যদিকে আক্রমণে করিম বেনজেমা আছেন আগুন ফর্মে। তার সঙ্গে ভিনিসিয়াস জুনিয়রের রসায়ন জমে উঠেছে। লস ব্লাঙ্কোসদের মিডফিল্ড জমাট। তবে ডিফেন্সে এদের মিলিতাও না থাকায় বিপাকে পড়তে পারে রিয়াল। কার্ড জটিলতায় খেলতে পারবেন না তিনি।