ঢাকা রবিবার, ২০ এপ্রিল ২০২৫

অস্ট্রেলিয়ার স্থায়ী কোচ হচ্ছেন ম্যাকডোনাল্ড

অস্ট্রেলিয়ার স্থায়ী কোচ হচ্ছেন ম্যাকডোনাল্ড

ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২২ | ০১:৫০ | আপডেট: ১২ এপ্রিল ২০২২ | ০১:৫০

ওয়ানডে সিরিজে হারলেও পাকিস্তান সফরে টেস্ট ও টি-২০ ফরম্যাটে সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া। অজিদের অন্তবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নিয়ে ভালো করেছেন অ্যান্ডু ম্যাকডোনাল্ড। তাকে ক্রিকেট অস্ট্রেলিয়া স্থায়ী দায়িত্ব দিতে যাচ্ছে।

প্যাট কামিন্স, ডেভিড ওয়ার্নারদের মতো সিনিয়র ক্রিকেটারদের আস্থা হারিয়ে অস্ট্রেলিয়াকে টি-২০ বিশ্বকাপ জেতানো কোচ জাস্টিন ল্যাঙ্গার পদত্যাগ করেন। তার জায়গায় ৪১ বছর বয়সী ম্যাকডোনাল্ডকে আগামী বুধবার স্থায়ী দায়িত্ব দিতে পারে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান।

অন্তবর্তীকালীন দায়িত্ব পালন করা ম্যাকডোনাল্ডকে সমর্থন দিচ্ছেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক কামিন্স এবং ওয়ানডে ও টি-২০ অধিনায়ক অ্যারন ফিঞ্চ। কামিন্স বলেন, ‘শুধু খেলোয়াড়রা নয় সিরিজ জিততে খেলোয়াড়, কোচিং স্টাফ মিলিয়ে ৩০-৪০ জন অসাধারণ কাজ করেছেন।’

ম্যাকডোনাল্ডকে নিয়ে তিনি বলেন, ‘তিনি আমাদের দলের গুরুত্বপূর্ণ অংশ। তাকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার দায়িত্ব তো আমার নয়। তবে উনি কোচ হিসেবে অসাধারণ।’ দীর্ঘদেহি সাবেক অজি অলরাউন্ডার ম্যাকডোনাল্ড অস্ট্রেলিয়া ‘এ’ দল, মেলবোর্ন রেনেগের্ডস, দিল্লি ডেয়ারডেভিলস ও রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুয় কোচ হিসেবে কাজ করেছেন।

আরও পড়ুন

×