ঢাকা রবিবার, ২০ এপ্রিল ২০২৫

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

বায়ার্নকে বিদায় করে সেমিতে ভিয়ারিয়াল

বায়ার্নকে বিদায় করে সেমিতে ভিয়ারিয়াল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২২ | ১৫:২৯ | আপডেট: ১২ এপ্রিল ২০২২ | ১৬:১৪

জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ভিয়ারিয়াল। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মিউনিখের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ভিয়ারিয়াল। এর আগে ভিয়ারিয়ালের মাঠে ১-০ গোলের ব্যবধানে হেরেছিল বাভারিয়ানরা। ফলে দুই লেগ মিলিয়ে ২-১ গোলের জয় দিয়ে সেমিফাইনালের টিকিট পেল স্পেনের ক্লাবটি।

আলিয়াঞ্জ অ্যারেনায় আজ ম্যাচের ৫২ মিনিটে বায়ার্নকে এগিয়ে দেন রবার্ট লেভান্ডোভস্কি। এরপরেই ছন্দ হারায় ছয়বারের শিরোপাধারী দল বায়ার্ন। সেমিফাইনালে যেতে হলে আর এক গোল দরকার ছিল তাদের। উল্টো ম্যাচের ৮৮ মিনিটে ভিয়ারিয়ালের সামু চুকভেজের গোল হজম করে বাভারিয়ানরা।  এতেই বায়ার্নকে বিদায় করে উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের টিকিট কাটে ভিয়ারিয়াল।

পুরো ম্যাচে ৬৮ শতাংশ বল দখলে রেখে ২৩টি শট নিয়েছে বায়ার্ন। অন্যদিকে মাত্র ৩২ শতাংশ বল দখলে রাখা ভিয়ারিয়াল শট নিয়েছে চারটি যার একটি গোলমুখে।ওই একটি শটেই গোলের দেখা পায় হলুদ সাবমেরিনরা।

আরও পড়ুন

×