ঢাকা বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

ইনজুরিতে আইপিএল শেষ কামিন্সের

ইনজুরিতে আইপিএল শেষ কামিন্সের

ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০২২ | ০২:০৩ | আপডেট: ১৩ মে ২০২২ | ০২:০৩

আইপিএলের চলতি আসর থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। এরই মধ্যে তিনি কলকাতা নাইট রাইডার্সের বায়ো-বাবল ছেড়েছেন। তিনি হিপ ইনজুরিতে পড়ায় কেকেআরের হয়ে খেলতে পারবেন না। 

কলকাতার সর্বশেষ ম্যাচের পরে তিনি পরীক্ষা করান এবং তার ইনজুরি ধরা পড়ে। তিনি সিডনিতে ফিরছেন এবং সেখানেই সেরে ওঠার প্রক্রিয়া সম্পন্ন করবেন। জুনে অস্ট্রেলিয়ার সিরিজ আছে শ্রীলঙ্কায়। কামিন্স ওই সিরিজে ফেরার ব্যাপারে আশাবাদী। 

সাত কোটি ২৫ লাখ রুপি দিয়ে চলতি মৌসুমে কামিন্সকে কেনে কেকেআর। চলতি মৌসুমে তিনি দলটির হয়ে পাঁচ ম্যাচ খেলতে পেরেছেন। তার ছিটকে যাওয়ার বিষয়ে কেকেআরের পক্ষ থেকে কিছু বলা হয়নি। 

পয়েন্ট টেবিলে কেকেআর চলতি মৌসুমে দশ দলের মধ্যে সাতে আছে। ১২ ম্যাচ খেলে দলটি জয় পেয়েছে পাঁচটিতে। তাদের সেরা চারে থেকে প্লে অফে যাওয়ার পথ দুর্গম। এর মধ্যেই ইনজুরি নিয়ে কামিন্সের ছিটকে যাওয়া দলটির জন্য বড় ধাক্কা।

আরও পড়ুন

×