বোলার নিয়ে দুশ্চিন্তা, বোলিংই ভরসা ডমিঙ্গোর

ছবি: ফাইল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৩ মে ২০২২ | ০৪:১২ | আপডেট: ১৩ মে ২০২২ | ১০:২৯
চোখ চকচক করে ওঠার মতো দীর্ঘ, শানিত এক পেস আক্রমণ ছিল হেড কোচ রাসেল ডমিঙ্গোর হাতে। নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওই বোলিংয়ের দাপটও দেখা গেছে। নিউজিল্যান্ডে টেস্ট জিতিয়েছেন পেসাররা। দক্ষিণ আফ্রিকায় বাজে টেস্ট সিরিজ গেলেও বোলাররা ছিলেন উড়ন্ত। কিন্তু ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে দলের বোলিং শক্তি খয়ে গেছে।
কাঁধের ইনজুরিতে থাকা তাসকিন আহমেদ দলে নেই। প্রথম টেস্টে শরিফুল ইসলাম নিশ্চিত নন। মিরাজ আঙুলের ইনজুরি নিয়ে ছিটকে গেছেন। টেস্ট দলে সাকিব যুক্ত হওয়ায় বইছিল সুবাতাস। করোনামুক্ত হলেও প্রথম টেস্টে ফিটনেস ইস্যুতে তার না খেলার পাল্লা ভারী। হেড কোচ ও টিম ম্যানেজমেন্টের তাই পাঁচ বোলারের কোটা পূরণ করা নিয়ে চিন্তিত।
আবার হেড কোচ রাসেল ডমিঙ্গো টেস্ট জয়ের ব্যাপারে বোলারদের ওপরই রাখছেন বেশি আস্থা, ‘দক্ষিণ আফ্রিকায় আমরা প্রতিপক্ষের ৩৬ উইকেট নিয়েছি। আমার মতে, বাংলাদেশ এমন সিরিজ খুব একটা কাটায়নি। এখানকার উইকেটে প্রথম দুই ঘণ্টা সুবিধা পাওয়া যাবে। পরে কঠিন সময় যাবে। আমাদের একাদশে বল করতে পারার মতো পাঁচজন দরকার। এমন একজন দরকার যে ১০-১২ ওভার হাত ঘোরাতে পারে। সাকিব না থাকলে ওই জায়গাটা কঠিন হয়ে যায়।’
দক্ষিণ আফ্রিকায় মাহমুদুল জয় ভিন্ন অন্য ব্যাটাররা রান পাননি। পাকিস্তানের বিপক্ষেও ব্যাট হাসেনি। শ্রীলঙ্কার বিপক্ষে মুমিনুল হক, মুশফিকুর রহিমদের রান করতে হবে। তার জন্য কিছু মানসিক পরিবর্তনের কথা বলেছেন কোচ ডমিঙ্গো, ‘এক বা দুই উইকেট পড়লে যেন চার-পাঁচটা পড়ে না যায় ওই দিকে আমাদের খেলায় রাখতে হবে। ব্যাটিং প্রান্তে দাঁড়িয়ে এক ওভার খেলার মানসিকতা নয় পুরো দিন খেলার মানসিকতা নিতে হবে।’
করোনামুক্ত হওয়ায় সাকিব আল হাসান সন্ধ্যায় দলে যোগ দিচ্ছেন। তবে প্রথম ম্যাচে নিশ্চিত নন তিনি। টিম সূত্রে জানা গেছে, সাকিব খেলতে চান। তবে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তাকে। হেড কোচ ডমিঙ্গোর মতে, সাকিব ৫০-৬০ শতাংশ ফিট হলেও তাকে পাঁচদিনের ম্যাচ খেলানো হবে না, ‘যেকেউ সম্পূর্ণ ফিট সাকিবকে দলে চাইবেন। কিন্তু ৫০-৬০ শতাংশ ফিট হলেও তাকে খেলানো কঠিন।’
তিনি বলেন, ‘তার ফিটনেসের বিষয়টি দেখতে হবে। কী অবস্থায় আছে সেটা বুঝতে হবে। এসেই তো টেস্ট খেলা সম্ভব নয়। কেবলই সে করোনামুক্ত হলো, খুব বেশি ক্রিকেটও খেলনি। দুই-তিন সপ্তাহ ব্যাটিং-বোলিং করেনি সে। সাকিব দলে ভারসাম্য আনে, আমাদের জন্য বড় ক্রিকেটার। কিন্তু এটা খুবই গরমের দিন। কাল দেখি, কী অবস্থায় আছে সে। অনেকগুলো বিষয় আছে যেগুলো মাথায় রেখেই সিদ্ধান্ত নিতে হবে।’
সাকিব না খেললে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে মোসাদ্দেক হোসেনের খেলার সম্ভাবনা বেশি। কারণ হেড কোচ ১০-১২ ওভার বোলিং করতে পারেন এমন একজনকে দলে চান। তার মতে, সাকিব একাদশে না থাকলে ইয়াসির রাব্বিকে খেলানো কঠিন, ‘রাব্বি ভালো খেলছে। কিন্তু সাকিব না থাকলে ১০-১৫ ওভার বোলিং করতে পারে এমন কাউকে দরকার আমাদের। মুমিনুল ওই পর্যায়ে আছে কিনা জানি না। নাজমুল শান্ত ৫-৬ ওভার বোলিং করতে পারে। আমাদের ওই জায়গা বিকল্প কাউকে তৈরির চিন্তা করতে হবে।’