কমনওয়েলথে কন্যাকে নিয়ে থাকার অনুমতি পাননি বিসমাহ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ মে ২০২২ | ০৬:৫২ | আপডেট: ১৩ মে ২০২২ | ০৬:৫২
নিউজিল্যান্ডে নারীদের ওয়ানডে বিশ্বকাপে মা বিসমাহ মারুফকে পাশ কাটিয়ে তারকা বনে গিয়েছিলেন ফাতিমা। মেয়েকে নিয়েই নারী ওয়ানডে বিশ্বকাপে খেলতে এসেছিলেন বিসমাহ মারুফ। এমনকি মেয়েকে নিয়ে টিম হোটেলেও ছিলেন তিনি। সাথে ছিলেন বিসমাহর মা'ও। কিন্তু কমনওয়েলথ গেমসে সেই সুযোগ পাচ্ছেন না বিসমাহ মারুফ।
ভিলেজে ঢুকতে না দিলেও ফাতিমাকে নিয়েই ইংল্যান্ড যাবেন বিসমাহ। সেই সঙ্গে যাবেন তার মা। বিসমাহ'র মায়ের সঙ্গেই হোটেলে থাকবেন ফাতিমা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে কমনওয়েলথ গেমস ফেডারেশনকে মারুফের মা এবং মেয়ের জন্য গেমস ভিলেজে দু'টি অতিরিক্ত জায়গা চাওয়া হয়েছিল। ফেডারেশনের তরফে পিসিবি-কে জানিয়ে দেওয়া হয় ওই অতিরিক্ত দু'জনকে ২২ জনের দল থেকে বাদ দিতে। ক্রিকেটার এবং স্টাফ মিলিয়ে ২২ জনের দল নিয়ে যাওয়া যাবে। পিসিবি জানিয়ে দেয় সেই ২২ জনের মধ্যে থেকে কাউকে বাদ দেওয়া সম্ভব নয়।
এ নিয়ে বিসমাহ মারুফ বলেছেন, 'আমার ক্যারিয়ার জুড়ে এবং বিশেষ করে ফাতিমার জন্মের পর আমাকে খেলা চালিয়ে যাওয়া ও ব্যক্তিগত জীবনে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করার জন্য আমি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাতে চাই। একটা সময় আমি আমার ক্রিকেট খেলা ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলাম, কিন্তু পিসিবি নিশ্চিত করেছিল যে মাতৃত্ব নীতি প্রবর্তনের মাধ্যমে এটি কখনই সমস্যার বিষয় না। যা আমাদের নারীদের জন্য খেলাটিকে আরও সহজ করে দিয়েছে। আমি আমার পরিবারকে এবং বিশেষ করে আমার স্বামী আবরারকে ধন্যবাদ জানাতে চাই, যিনি আমার ক্যারিয়ার জুড়ে দারুণ সমর্থন করেছেন এবং আমাকে পাকিস্তানের হয়ে খেলা চালিয়ে যেতে উৎসাহ দিয়েছেন।'
আগামী ২৫ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত বার্মিংহ্যামে হবে এই বৈশ্বিক প্রতিযোগিতা। দুই যুগ পর এই প্রতিযোগিতায় ক্রিকেট অন্তর্ভুক্ত হলো। এতে অংশ নেবে আট দেশ- অস্ট্রেলিয়া, বার্বাডোজ, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা,পাকিস্তান ও শ্রীলঙ্কা। ১৯৯৮ সালে কমনওয়েলথে অনুষ্ঠিত শেষবার ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে দক্ষিণ আফ্রিকা সোনা জিতেছিল অস্ট্রেলিয়াকে হারিয়ে।