ঢাকা রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

সাকিবকে নিয়ে ভাবছে শ্রীলঙ্কাও

সাকিবকে নিয়ে ভাবছে শ্রীলঙ্কাও

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৩ মে ২০২২ | ০৭:৪৭ | আপডেট: ১৩ মে ২০২২ | ১০:২৯

শ্রীলঙ্কা সিরিজে খেলতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেন সাকিব আল হাসান। দুই ম্যাচের সিরিজের আগে ঢাকা প্রিমিয়ার লীগে সারেন প্রস্তুতি। তবে সিরিজ শুরুর আগ মুহূর্তে সাকিবের করোনা ধরা পড়ে। আজ জানা গেছে, করোনা নেগেটিভ টাইগার ক্রিকেটের পোস্টারবয়। ফলে লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্টের একাদশে ফিরতে পারেন তিনি।

টিম সূত্রে জানা গেছে, সাকিব খেলতে চান। তবে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তাকে। হেড কোচ ডমিঙ্গোর মতে, সাকিব ৫০-৬০ শতাংশ ফিট হলেও তাকে পাঁচদিনের ম্যাচ খেলানো হবে না, 'যেকেউ সম্পূর্ণ ফিট সাকিবকে দলে চাইবেন। কিন্তু ৫০-৬০ শতাংশ ফিট হলেও তাকে খেলানো কঠিন।'

এদিকে নাজমুল হাসান পাপন সাকিবের খেলার সিদ্ধান্ত তার উপর ছেড়ে দিয়েছেন। সঙ্গে যোগ করেছেন, ঝুঁকি নিয়ে খেলা ঠিক হবে না। তবে সাকিব একাদশে ফিরলে দল ভালো অবস্থানে চলে আসবে এবং বোর্ডও ভালো খেলার বিষয়ে সাহস পাবে বলে জানিয়েছেন তিনি।

এমন অবস্থায় সফরকারী দল শ্রীলঙ্কার ভাবনাতেও আছেন সাকিব আল হাসান। লঙ্কান দলের অধিনায়ক দিমুথ করুনারত্নে তো বলেই দিয়েছেন, সাকিব খেলবেন, এমনটা ধরে নিয়ে পরিকল্পনা করেছিলেন তারা।

আজ সংবাদ সম্মেলনে সাকিবকে নিয়ে প্রশ্ন করা হয়েছিল করুনারত্নেকে। এর জবাবে তিনি বলেছেন, 'সাকিবকে নিয়ে আমাদের পরিকল্পনা ছিল অবশ্যই। সে সেরা অলরাউন্ডার। আমরা নিজেদের সেরাটাই দেওয়ার চেষ্টা করব। দেখা যাক কী হয়।'

চরম অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কায় চলছে জরুরি অবস্থা। বিক্ষোভের মুখে সরে যেতে হয়েছে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেকে। নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন রনিল বিক্রমাসিংহে। সেখানে চলছে উত্তাল পরিস্থিতি। তবে শ্রীলঙ্কা দলের এখন সব মনোযোগ রোববার থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টকে ঘিরে। করুনারত্নে জানালেন, 'দেশে যা হচ্ছে সবাই জানেন। কিন্তু আমরা এখানে ক্রিকেট খেলতে এসেছি। আমাদের পুরো মনোযোগ খেলাতে আছে। আমরা এই সময়ে ভালো ফল দেশবাসীকে দিতে চাই। এটা নিয়েই ভাবছি।'

আরও পড়ুন

×