ঢাকা রবিবার, ২০ এপ্রিল ২০২৫

তামিমের ইনজুরির ধাক্কা সামলে নিলেন লিটন-মুশফিক

তামিমের ইনজুরির ধাক্কা সামলে নিলেন লিটন-মুশফিক

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২২ | ০১:৩১ | আপডেট: ১৭ মে ২০২২ | ০৪:৫৯

তৃতীয় দিন অসাধারণ প্রথম সেশনের পর দ্বিতীয় সেশনে তিন উইকেট হারায় বাংলাদেশ। নাজমুল শান্ত-মুমিনুল হককে হারানোর ধাক্কা তামিম ইকবাল সামাল দেন। পরে ওই তামিমই রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছেন। ওই ধাক্কা মুশফিক ও লিটন দাস সামলে নিয়েছেন। 

বাংলাদেশ ৯৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৯০ রানে ব্যাট করছে। শ্রীলঙ্কার প্রথম ইনিংস থেকে ১০৭ রানে পিছিয়ে আছে। ক্রিজে থাকা মুশফিকুর রহিম ৪২ এবং লিটন দাস ৪১ রান করে খেলছেন। তামিম ইকবাল ১৩৩ রানে অপরাজিত আছেন। সুস্থ বোধ করলে মাঠে নামবেন তিনি। 

লাঞ্চের আগে জয়কে নিয়ে ১৫৭ রানের জুটি গড়েন তামিম। কিন্তু বিরতির পরেই খেই হারায় বাংলাদেশ। ১৬২ থেকে ১৮৪ রানে উইকেট পড়ে যায় তিনটি। জয় ৫৮ রানে বিদায় নেন। 

অসিথা ফার্নান্দোর আউটসাইড লেগের বল জয়ের ব্যাট ছুঁয়ে যায় উইকেটের পেছনে। ফিরে যাওয়ার আগে পাঁচ বছর পর টেস্টে বাংলাদেশ ওপেনিংয়ে শতরানের জুটি দিয়ে যান তিনি।

এরপর জোড়া শিকার করেন বিশ্ব ফার্নান্দোর বদলি হিসেবে নামা কাসুন রাজিথা। নিজের প্রথম ওভারে তিনি ফেরান শান্তকে (১)। এরপর  টাইগার দলনেতা মুমিনুল হককে (২) বোল্ড করে দেন।

দীর্ঘদিন রান খরায় থাকা মুমিনুল সর্বশেষ ১২ ইনিংসে মাত্র একটি ফিফটি পেয়েছেন। এর মধ্যে এক অঙ্কের ঘরে আউট হয়েছেন ৯ বার। শূন্য রানে ফিরেছেন ৩ বার। সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে দুই টেস্টে বাংলাদেশ অধিনায়কের রান ছিল যথাক্রমে- ০, ২, ৬ ও ৫।

টেস্টে ব্যাট হাতে দারুণ ধারাবাহিক তামিম ইকবাল সেঞ্চুরির দেখা পাচ্ছিলেন না। চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে সেই আক্ষেপে প্রলেপ দিলেন তিনি। ৩৮ মাসের বেশি সময় পর সাদা পোশাকে তিন অঙ্কের দেখা পেলেন। এটি তার টেস্ট ক্যারিয়ারের দশম সেঞ্চুরি। 

তামিম টেস্টে সবশেষ শতকটি করেছিলেন ২০১৯ সালের ফেব্রুয়ারিতে, নিউজিল্যান্ডের বিপক্ষে। এর মাঝে কেটে গেছে ১৬ ইনিংস। যেখানে ৬টি অর্ধশতক হাঁকালেও ম্যাজিক ফিগারের দেখা পাচ্ছিলেন না তিনি। ৭৩ বলে ফিফটি করলেও পরের পঞ্চাশ করতে লেগেছে ৮৮ বল।

আরও পড়ুন

×