'রিটায়ার্ড হার্ট' তামিম ইকবাল
-samakal-62836a4bacd85.jpg)
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭ মে ২০২২ | ০৩:২৬ | আপডেট: ১৭ মে ২০২২ | ০৪:২৩
উইকেট না হারালেও বড় একটা ধাক্কা খেয়েছে বাংলাদেশ। ক্রাম্পের কারণে লাঞ্চের পর ব্যাটিংয়ে নামেননি তামিম ইকবাল। ১৩৩ রান করা বাঁ-হাতি এই ওপেনারের জায়গায় ব্যাটিংয়ে নেমেছেন লিটন দাস।
৯০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২৭২ রানে ব্যাট করছে বাংলাদেশ। মুশফিক ৩৪ রানে এবং ২৮ রানে ব্যাট করছেন লিটন। এখনো ১২৯ রানে পিছিয়ে স্বাগতিকরা।
সেঞ্চুরির পরই স্কয়ার কাট খেলতে গিয়ে হাতে ব্যাথা পেয়েছিলেন তামিম। পরে আরও একবার ব্যাথায় কাতরাতে দেখা গিয়েছিল তাকে। ব্যাথা নিয়ে চা বিরতির আগ পর্যন্ত খেলেছেন।
১২ রানে ৩ উইকেট হারানোর পর তামিম ও মুশফিক জুটি গড়ার চেষ্টা করছিলেন। তাতে একটু করে সরে যাচ্ছিল চাপ। এখন লিটনকে নিয়ে আবার নতুন করে সব শুরু করতে হবে মুশফিককে।
বিসিবির মিডিয়া ম্যানেজার জানিয়েছেন, পানি শূন্যতার কারণে হাতে ক্রাম্প করেছে তামিমের। সুস্থ বোধ করলে উইকেট পড়ার পরে ব্যাটে নামবেন তিনি।
- বিষয় :
- তামিম ইকবাল
- বাংলাদেশ
- চট্টগ্রাম টেস্ট