আর্সেনালের স্বপ্নভঙ্গ, একে অপরকে দোষারোপ

ছবি: এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭ মে ২০২২ | ১০:১৭ | আপডেট: ১৭ মে ২০২২ | ১০:১৭
এবারও সম্ভবত আর্সেনালকে চ্যাম্পিয়ন্স লিগে খেলার স্বপ্ন অধরা থাকছে। সোমবার রাতে নিউক্যাসলের কাছে ২-০ গোলে হেরেছে গানার। ওই হারে স্বপ্নভঙ্গ হয়েছে। ইউরোপ সেরার আসরে খেলতে লিগে সেরা চারে থাকতে হবে। আর্সেনাল আছে পাঁচে। চারে ঢোকা টটেনহাম এগিয়ে ২ পয়েন্টে।
রোববার শেষ রাউন্ডে আর্সেনাল খেলবে এভারটনের বিপক্ষে। টটেনহাম খেলবে পয়েন্ট টেবিলের সবার নিচে থাকা নরউইচের বিপক্ষে। স্পার্সরা ড্র করলেই শেষ চার নিশ্চিত।
শেষ চারের স্বপ্ন ভাঙায় গানার শিবিরে একে অপরকে দোষারোপ শুরু হয়েছে। নিউক্যাসলের বিপক্ষে হারের পর সুইস তারকা গ্রানিত শাকা অভিযোগ করেছেন, তার সতীর্থরা কোচের প্ল্যান বাস্তবায়ন করতেই পারেননি, 'এমন খেলার পর কিছু বলা কঠিন। নব্বই মিনিট পর্যন্ত আমরা মাঠে থাকার যোগ্যই ছিলাম না। পরিকল্পনা অনুযায়ী খেলিনি, কোচের কথা শুনিনি।'
তিনি আরও বলেন, 'চ্যাম্পিয়ন্স লিগ তো দূরের বিষয়, ইউরোপা লিগেরও যোগ্য নই আমরা।' বিরক্ত কোচ আর্তেতাও, ‘চ্যাম্পিয়ন্স লিগের জন্য যে ধরনের ফুটবল খেলা দরকার, আর্সেনাল সে মান থেকে অনেক দূরে।’
সোমবার রাতে ম্যাচের পুরো লাগাম হাতে রাখে নিউক্যাসল। আর্সেনালই পোস্টে বেশি শট নিলেও দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে কাউন্টার-অ্যাটাক থেকে আত্মঘাতী গোল খায় আর্সেনাল। শেষ দিকে নিউক্যাসলের জয় নিশ্চিত করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গুইমেরাস। তাকে আর্সেনাল কিনতে না পারার আক্ষেপ বাড়ান।