বুধবার পাকিস্তানে পৌঁছে অনুশীলন করবেন মুমিনুলরা

ছবি: ফাইল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২০ | ০৩:১০
বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজ চলার সময়ই টেস্টের প্রস্তুতি শুরু করে দিয়েছে পাকিস্তান। টি-২০ দলের বাইরে থাকা বাংলাদেশের ক্রিকেটাররাও অবশ্য দেশে অনুশীলন করেছেন। এরপর পাকিস্তান সফরের টেস্টের প্রস্তুতি নিতে ক্রিকেটাররা অংশ নিয়েছেন জাতীয় ক্রিকেট লিগে। অষ্টম পর্বের প্রথম রাউন্ডের ম্যাচ শেষ করে আজ (সোমবার)। এরপর একদিন দেশে অনুশীলন করে পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়বেন ক্রিকেটাররা।
পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তানে যাওয়া, অনুশীলন করা এবং সংবাদ সম্মেলনে আসার একটি সূচি প্রকাশ করেছে। সূচি অনুযায়ী, মুমিনুলের নেতৃত্বে রাওয়ালপিন্ডিতে টেস্ট খেলতে যাওয়া দল বুধবার পাকিস্তানে পৌঁছাবে। ওই দিনই পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করতে নেমে যাবেন তামিম-তাইজুলরা। স্থানীয় সময় দুপুর দেড়টায় শুরু হবে টাইগারদের অনুশীলন।
পাকিস্তানও একইদিন একই মাঠে অনুশীলন করবে। তার আগে দু'দলের যেকোন একজন করে প্রতিনিধি সংবাদ মাধ্যমের মুখোমুখি হবেন। বৃহস্পতিবারও বাংলাদেশ এবং পাকিস্তান ক্রিকেট দল পিন্ডিতে অনুশীলন করবে। এদিন স্থানীয় সময় সকাল দশটায় শুরু হওয়ার কথা আছে দু'দলের অনুশীলন। এরপর দুপুর নাগাদ বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক এবং পাকিস্তান টেস্ট দলের অধিনায়ক আজহার আলী সংবাদ সম্মেলন করবেন।
শুক্রবার (৭-১১ ফেব্রুয়ারি) থেকে পিন্ডিতে বাংলাদেশের দ্বিতীয় দফায় পাকিস্তান সফরের একমাত্র টেস্টটি মাঠে গড়াবে। স্থানীয় সময় সকাল সাড়ে নয়টায় হবে টস। বাংলাদেশ সময়ে যা সকাল সাড়ে দশটা। প্রথম বল মাঠে গড়াবে স্থানীয় সময় দশটায়। বাংলাদেশের হিসেবে সকাল ১১টায়। পিন্ডিতে টেস্ট হলেও পাকিস্তান দল এতোদিন লাহোরে অনুশীলন করেছ। সোমবার তাদের রাওয়ালপিন্ডিতে পৌঁছানোর কথা ছিল।