ঢাকা রবিবার, ২০ এপ্রিল ২০২৫

ইয়াসির নয় পাকিস্তান পেসারে ভয় ডমিঙ্গোর

ইয়াসির নয় পাকিস্তান পেসারে ভয় ডমিঙ্গোর

ছবি: ফাইল

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২০ | ০৭:১২

তামিমের ট্রিপল সেঞ্চুরি, লিটন-মাহমুদুল্লাহ-মুমিনুলের সেঞ্চুরি। সঙ্গে পাকিস্তান সফরের দলে থাকা আট ব্যাটসম্যানের তিনজয় পেয়েছেন ফিফটি। ঘরোয়া ক্রিকেটে তামিম-লিটনদের এই পারফরম্যান্স আত্মবিশ্বাস দিচ্ছে জাতীয় দলের হেড কোচ রাসেল ডমিঙ্গোকে। কিন্তু পাকিস্তানে টেস্ট জেতার সাহস দেখাতে  পারছেন না এই প্রোটিয়া কোচ। বরং পাকিস্তানের খারাপ দিন ও বাংলাদেশের ভালো দিনের অপেক্ষায় থাকতে হচ্ছে তাকে।

বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব নিয়ে এখনও ভালো সময়ের দেখা পাননি ডমিঙ্গো। আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট হেরেছে বাংলাদেশ। ভারতে টেস্টে ভরাডুবি হয়েছে। ঘরের মাঠে আবার আফগানদের বিপক্ষে টি-২০ হার। ভারতে টি-২০ সিরিজ হারের সঙ্গে পাকিস্তানে টি-টোয়েন্টিতে ধবলধোলাই হওয়ার স্মৃতি টাটকা তার। টেস্ট র‌্যাংকিংয়ে সাতে থাকা দলের বিপক্ষেও তাই জয়ের অভয় দিতে পারছেন না কোচ। 

রাওয়ালপিন্ডিতে একমাত্র টেস্ট নিয়ে বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো সোমবার সংবাদ মাধ্যমকে বলেন, 'আমরা এমনিতে টেস্টে খুব ভালো খেলিনা। কিন্তু পাকিস্তানের বিপক্ষে জিততে পারবো না, এমন চিন্তা মাথায় নিয়ে খেলবো না। আমরা আত্মবিশ্বাসী। যদি সবকিছু ঠিকঠাক করতে পারি, মাঠে উন্নতি দেখাতে পারি, ভারত সফরের অভিজ্ঞতা কাজে লাগাতে পারি তবে পাকিস্তানকে ব্যাকফুটে ঠেলে দিতে পারবো।'

মিসবাহ উল হকের পাকিস্তান দলকে 'কোয়ালিটি টিম' বলে উল্লেখ করেন রাসেল ডমিঙ্গো। তার মতে, ম্যাচটা বাংলাদেশের জন্য কঠিন হতে যাচ্ছে। তবে পাকিস্তানের যদি খারাপ দিন যায়। আর বাংলাদেশ যদি দিনটা নিজেদের করে নিতে পারে তবে জয় সম্ভব বলে জানান এই কোচ, 'যদি এই দুই ঘটনা এক সঙ্গে ঘটে তবে সুযোগ দেখছি আমাদের।'

বাংলাদেশের ক্রিকেটাররা ঘরোয়া লিগে ভালো খেললেও পাকিস্তানে তাই ভালো করা কঠিন হবে বলে উল্লেখ করেন রাসেল ডমিঙ্গো। তার মতে, পিন্ডির উইকেট হবে পেস সহায়ক। থাকবে বাউন্সও। আর বাংলাদেশ ঘরের মাঠে খেলেছে স্পিন সহায়ক স্লো উইকেটে। সাম্প্রতিক ফর্ম এবং পিন্ডির উইকেট বিবেচনায় পাকিস্তানের লেগ স্পিনার ইয়াসির শাহও দলের জন্য খুব একটা হুমকি হবেন না বলে  মত দক্ষিণ আফ্রিকাকে টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষে তোলা এই কোচ। 

ডমিঙ্গো তাই ইয়াসির শাহর মতো পাকিস্তান দলের বড় নামের দিকে মনোযোগ দিতে না করেন, 'পাকিস্তান সব সময় দারুণ সব পেসার এবং লেগ স্পিনার তুলে আনে। আমি নিশ্চিত রাওয়ালপিন্ডির উইকেট হবে পেস ও বাউন্সি। শেষ কিছু ম্যাচে ইয়াসির শাহ তার সেরা ফর্মে নেই। ইয়াসির দারুণ বোলার। তবে আমাদের দলে তাকে খেলার মতো ব্যাটসম্যান আছে। টপ অর্ডারে বেশ কিছু বাঁ-হাতি ব্যাটসম্যান পেয়েছি আমরা। গিবসনের কথা ধরে তাই বলবো, নাম দেখে নয়, নিজেদের খেলাটা খেলো।'

আরও পড়ুন

×