ঢাকা শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

প্রস্তুতি ম্যাচ

নাঈমের পাঁচ উইকেট, সৌম্যর ব্যাটে রান

নাঈমের পাঁচ উইকেট, সৌম্যর ব্যাটে রান

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০১ জুলাই ২০২২ | ২২:২৯ | আপডেট: ০১ জুলাই ২০২২ | ২২:২৯

সৌম্য সরকার সেভাবে কোথাও বিবেচনায় ছিলেন না। বাংলাদেশ টাইগারের ক্যাম্পে অনুশীলন এবং রাজশাহীর টুর্নামেন্টে টি২০ ম্যাচ খেলে প্রস্তুতি সারছিলেন। সাদমান ইসলাম জ্বরে না পড়লে এইচপির সঙ্গে চার দিনের প্রস্তুতি ম্যাচের একাদশে জায়গা হতো না বাঁহাতি এ ওপেনারের। সাদমান-সাইফদের অনুপস্থিতিতে নাঈম শেখের সঙ্গে ব্যাটিং ওপেন করেন টাইগারের হয়ে। রাজশাহীর শহীদ চান্দু স্টেডিয়ামের ঘাসের উইকেটে ৮১ রানের দুর্দান্ত ইনিংসও খেলেন তিনি। বলতে গেলে সৌম্যর রানেই এইচপির বিপক্ষে ৬ উইকেটে ১৯৪ রানে দ্বিতীয় দিন শেষ করতে পেরেছে বাংলাদেশ টাইগার।

ফজলে মাহমুদ রাব্বি ৩৫ রানে অপরাজিত রয়েছেন নাঈম ইসলামের সঙ্গে। এইচপির পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ ও রিপন ম ল দুটি করে উইকেট নেন। মৃত্যুঞ্জয় চৌধুরী আর মুশফিক হাসান একটি করে উইকেট শিকার করেন। প্রথম ইনিংসে এইচপির রান ২২৭। অফস্পিনার নাঈম হাসানের শিকার পাঁচ উইকেট।

whatsapp follow image

আরও পড়ুন

×