ম্যানইউকে চুক্তি বাতিলের অনুরোধ রোনালদোর
-samakal-62e3979fd52d8.jpg)
ক্রিশ্চিয়ানো রোনালদো
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২২ | ০২:১৭ | আপডেট: ২৯ জুলাই ২০২২ | ০২:১৭
মন গলেনি ক্রিশ্চিয়ানো রোনালদোর। এখনও নিজের সিদ্ধান্তে অনড় তিনি। এরই মধ্যে ক্লাব কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন তাঁকে ছাড়পত্র দিয়ে দিতে। ইংলিশ ট্যাবলয়েড ডেইলি মেইল তাদের সূত্রের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে।
এর আগে মঙ্গলবার ম্যানচেস্টার ইউনাইটেডের ট্রেনিং গ্রাউন্ড ক্যারিংটনে টালমাটাল অবস্থা। রোনালদোর ফেরার খবরে আশপাশের সাংবাদিকরা হুমড়ি খেয়ে পড়েন। হয়তো তাঁরা ভেবেছিলেন, ভবিষ্যৎ নিয়ে নতুন কোনো বার্তা দেবেন সিআর সেভেন। কিন্তু না, সবার সামনে দিয়ে সোজা ট্রেনিং গ্রাউন্ডে চলে যান রোনালদো। সেখানে যাওয়ার আধা ঘণ্টা পর আসেন কিংবদন্তি কোচ অ্যালেক্স ফার্গুসন। এরপর আসেন ক্লাবটির প্রধান নির্বাহী রিচার্ড আর্নল্ড। ট্রেনিং গ্রাউন্ডেই রোনালদোর সঙ্গে বৈঠকে বসেন কর্তারা, যেখানে গুরুদায়িত্বে ছিলেন ফার্গুসন। বৈঠকে রোনালদোকে যতই বোঝানো হোক না কেন, তিনি ঘুরেফিরে ক্লাব ছাড়ার কথাই নাকি বলেছেন। কোনোমতেই রোনালদোর অভিমানের বরফ গলেনি।
২০০৩ সালে স্পোর্টিং লিসবন থেকে রোনালদোকে উড়িয়ে এনেছিলেন ফার্গুসন। ক্যারিয়ারের বর্ণিল একটা সময় ওল্ড ট্র্যাফোর্ডে কাটিয়েছেন। দিনে দিনে ফার্গুসনের প্রিয় ছাত্র হয়ে যান রোনালদো। এমনকি তাঁর দ্বিতীয় দফায় ম্যানইউতে যাওয়ার পেছনেও এই বিখ্যাত কোচের হাত রয়েছে। একই সময়ে ম্যানসিটিও চেয়েছিল রোনালদোকে দলে টানতে। কিন্তু তিনি সেদিকে পা না বাড়িয়ে গুরুর কথায় ম্যানইউতে আসেন। এবার যখন ইউনাইটেড ছাড়ার জন্য উঠেপড়ে লেগেছেন তিনি, মনটা বারবার নতুন ঠিকানার দিকে টানছে। এর মধ্যে লম্বা সময় ছিলেন নিজেকে নিয়ে ব্যস্ত। অবশেষে ক্লাবের আঙিনায় এসে আলোচনায় বসায় খুশির কোনো খবর পেলেন না ম্যানইউ সমর্থকরাও। গুরু ফার্গুসনের কথায়ও সিদ্ধান্ত বদলাননি রোনালদো।
এদিকে, রোনালদোকে নিয়ে আবারও কথা বলেছেন ক্লাবটির কোচ এরিক টেন হাগ। ডাচ কোচের নতুন পরিকল্পনায় ভালোভাবেই আছেন তিনি। এটা আরেকবার বুঝিয়ে বলেছেন, 'আমরা তাঁকে নিয়েই নতুন মৌসুমের পরিকল্পনা সাজিয়েছি। আমি তাঁর সঙ্গে কাজ করতে চাই। ক্রিশ্চিয়ানো বিক্রির জন্য নয়। তিনি আমাদের নতুন মিশনের একজন, আমরা তাঁকে নিয়েই সফলতা উদযাপন করতে চাই।' একই সঙ্গে এত দিন ট্রেনিং না করা ও প্রি-সিজনের ম্যাচ না খেলার কারণও বলেছেন এরিক, 'এ ব্যাপারে তাঁর সঙ্গে আমার কথা হয়েছে। ব্যক্তিগত কারণে তিনি আসতে পারেননি। তাঁর সঙ্গে আমার ইতিবাচক কথাই হয়েছে।'
ম্যানইউর এত এত অনুরোধেও যদি শেষ পর্যন্ত চলে যান রোনালদো, তবে কোথায় যেতে পারেন। এমন প্রশ্ন সমর্থকদের মাথায় ঘুরপাক খেতেই পারে। কেননা, এরই মধ্যে পিএসজি, চেলসি, বায়ার্ন মিউনিখ ও অ্যাতলেটিকো মাদ্রিদ না বলে দিয়েছে রোনালদোকে। যেহেতু তাঁর ক্লাব ছাড়ার অন্যতম কারণ চ্যাম্পিয়ন্স লিগে খেলা। সে ক্ষেত্রে এই কয়েকটি ক্লাব বাদ দিলে থাকে ন্যাপোলি, ইন্টার, এসি মিলান, সেভিয়া, টটেনহাম, বরুশিয়া ডর্টমুন্ড। যারা কিনা চ্যাম্পিয়ন্স লিগে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছে। তবে আরেকটা গুঞ্জন আছে, রোনালদোর ব্যক্তিগত এজেন্ট মেন্ডেস এখন ন্যাপোলির সঙ্গে কথাবার্তা বলছেন। এরপর গন্তব্য হতে পারে ডর্টমুন্ডও। এর মধ্যে লা লিগার প্রেসিডেন্ট তেবাস দিয়েছেন ভিন্ন এক ইঙ্গিত, 'আমি ক্রিশ্চিয়ানোকে লা লিগায় আবারও দেখতে চাই।'