ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

'জিম্বাবুয়েতে সস্তা সেঞ্চুরি মারলে কোহলির লাভ কী?'

'জিম্বাবুয়েতে সস্তা সেঞ্চুরি মারলে কোহলির লাভ কী?'

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২২ | ০৬:১২ | আপডেট: ২৯ জুলাই ২০২২ | ০৬:১২

সময়টা একেবারেই ভাল যাচ্ছে না বিরাট কোহলির। আগের সেই ছন্দে নেই ভারতের সাবেক এই অধিনায়ক। তাকে নিয়ে বিরাট চিন্তায় পড়ে গেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। বিশ্রাম দিয়ে, নির্ভার রেখে তাকে ফর্মে ফেরানোর চেষ্টা করছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা, কোচ রাহুল দ্রাবিড় এবং বিসিসিআই নির্বাচক প্যানেল।

তারই অংশ হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে এবং টি-২০ সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে সাবেক ভারতীয় অধিনায়ক কোহলিকে। কিন্তু ৭০ সেঞ্চুরিতে আটকে যাওয়া কোহলিকে আগস্টে জিম্বাবুয়ে সফরে ওয়ানডে খেলাতে চান বিসিসিআই নির্বাচকরা। 

ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার স্কট স্টাইরিস। কিউই তারকার প্রশ্ন, জিম্বাবুয়েতে সস্তা সেঞ্চুরি মারলে কোহলির লাভ কী?

স্কট স্টাইরিস বলেন, 'আমার মনে হয়, কোহ্লি কিছুদিন ক্রিকেট থেকে দূরে থাকলেই ভাল করবে। জিম্বাবুয়ে সফরে গেলেও তার খুব বেশি লাভ হবে না। ওখানে হয়তো সস্তা একটা সেঞ্চুরি করবে সে। হারানো আত্মবিশ্বাসের কিছুটা ফিরে আসবে। কিন্তু তাতেও ওর আশেপাশের পরিস্থিতির পরিবর্তন হবে না। তবে এখনও আমি মনে করি ভারতের সাফল্যে কোহলির অবদান থাকবেই।'

আন্তর্জাতিক ক্রিকেটে ৭০টি সেঞ্চুরির মালিক তিনি। ফিফটি হাঁকিয়েছেন ১২২ বার। সেই বিরাট কোহলি দীর্ঘদিন ধরে ধুঁকছেন বাইশ গজে। সবশেষ শতরান করেছিলেন প্রায় তিন বছর আগে। ছন্দহীন পারফরম্যান্সে আইপিএলে গড়েছেন ডাক মারার রেকর্ড। তাই কোহলিকে ছন্দে ফেরাতে জিম্বাবুয়ে সফরে পাঠানোর চিন্তা করছে বিসিসিআই।

আরও পড়ুন

×