কাতার বিশ্বকাপে গান করবে বিটিএস

কে-পপ ব্যান্ড বিটিএস
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২২ | ০৬:৫১ | আপডেট: ২৯ জুলাই ২০২২ | ০৬:৫১
কোরিয়ান মিউজিকের দুনিয়ায় অনন্য বিটিএস। শুধু কোরিয়া কেন বিশ্ব মিউজিকে তারা গড়েছেন ভিন্ন নজির। প্রতিষ্ঠার শুরু থেকে একের পর এক নতুন এ্যালবাম প্রকাশ করে রেকর্ড বই উলট-পালট করে চলছে এই ব্যান্ড দলটি। মূলত দক্ষিণ কোরিয়ার কে-পপ, হিপ-হপ, আর এন্ড বি, ইডিএম ধাঁচের ব্যান্ড দল এটি, যা পরিচিত বাংতান বয়েজ নামে। এবার কাতার বিশ্বকাপের জন্য বিশেষ গান নিয়ে আসছে খ্যাতির চূড়ায় থাকা দক্ষিণ কোরিয়ার সাড়া জাগানো বিটিএস।
কোরীয় বহুজাতিক অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাইয়ের শুভেচ্ছাদূত বিটিএস সদস্যরা। ফিফা বিশ্বকাপের অন্যতম পৃষ্ঠপোষকও এই হুন্দাই। আর তাদের উদ্যোগেই বিশ্বকাপের জন্য গানটি তৈরি করা হবে বলে জানাচ্ছে বিশ্ব গণমাধ্যম।
???? BTS will reportedly release a song for the 2022 World Cup. pic.twitter.com/C9o43OFFtO
— Pop Base (@PopBase) July 28, 2022
হুন্দাইয়ের গ্লোবাল ক্যাম্পেইনের অংশ হিসেবে ২০২২ ফুটবল বিশ্বকাপের জন্য গান তৈরি করবে বিটিএস। 'গোল অব দ্য সেঞ্চুরি' নামের এই ক্যাম্পেইনে বিটিএস ছাড়াও আরও দেখা যাবে ইংলিশ ফুটবল কিংবদন্তি স্টিভ জেরার্ড, কোরিয়া ফুটবল দলের অধিনায়ক পার্ক জি সাং, ইউনেস্কো অ্যাম্বাসেডর নাদিয়া নাদিম, ফ্যাশন ডিজাইনার জেরেমি স্কট এবং ভাস্কর লরেঞ্জো কুইনকে। যারা বিশ্বজুড়ে টেকসই উন্নয়ন বার্তাটি প্রচার করবে।
আগামী ২৯ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত একটি বিশেষ ক্যাম্পেইন চলবে। যেখানে ১১ জন ভাগ্যবান অংশগ্রহণকারী কাতারে সরাসরি মাঠে বসে খেলা দেখার সুযোগ পাবে।
জনপ্রিয় এই দক্ষিণ কোরিয়ান ব্যান্ডটি বিগহিট মিউজিকের অধীনে ২০১০ সালে ট্রেইনি হিসেবে যাত্রা শুরু করে। ২০১৩ সালের ১৩ জুন প্রথম অ্যালবাম নিয়ে পুরো বিশ্বের সামনে আত্মপ্রকাশ করে। আরএম, জিন, জিমিন, জে-হোপ, জ্যাংকক, ভি ও সুগা- এই সাত সদস্য নিয়ে গঠিত হয়েছিল দলটি। শুরু থেকেই কোরীয় ব্যান্ডটি নিয়ে বিশ্বজুড়ে তুমুল উত্তেজনা। স্বীকৃতির বিচারে বিটিএসকে নির্দ্বিধায় এশিয়ার সেরা বলা যায়।
- বিষয় :
- বিটিএস
- কাতার বিশ্বকাপ ২০২২
- ফিফা