দলবদল ইস্যুতে সাংবাদিকদের ওপর চটেছেন রোনালদো
-samakal-62e4b2b0cd1bf.jpg)
ক্রিশ্চিয়ানো রোনালদো
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২২ | ২২:২৫ | আপডেট: ২৯ জুলাই ২০২২ | ২২:২৫
কয়েক দিন ধরে চলা গুঞ্জনের পালে যেন ফুটো করেই দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। একের পর এক ক্লাবের নাম জড়িয়ে রোনালদোর ওজন কমানো আবার ম্যানইউর সঙ্গে মিটিং করা, আরও কত কী। এসব নাকি ডাহা মিথ্যা। গতকাল ইনস্টাগ্রামে এক বার্তায় এমনটাই দাবি করেছেন খোদ রোনালদো।
পিএসজি, চেলসি, বায়ার্ন মিউনিখ এবং সর্বশেষ অ্যাতলেটিকো মাদ্রিদও নাকি রোনালদোকে না বলে দিয়েছে। এসব খবর নিয়ে সাংবাদিকদের ওপর বেজায় চটেছেন সিআর সেভেন। অনেকটা হলুদ কার্ডই দেখিয়ে দিলেন ইউরোপের গণমাধ্যমকর্মীদের।
রোনালদো বলেন, 'আমাকে নিয়ে একদিনও কথা না বলে থাকা অসম্ভব। না হলে তো আপনারা (সাংবাদিক) অর্থ উপার্জন করতেও পারবেন না। আসলে তাঁরা (সাংবাদিকরা) ভালো করেই জানেন মিথ্যা না বললে মানুষের মনোযোগ আকর্ষণ করতে পারবেন না। চালিয়ে যান, একদিন ঠিকই সত্যিটা বেরিয়ে আসবে।'
একদিন সত্যিটা বেরিয়ে আসবে। এই বাক্যের মধ্যে আবার নতুন আভাসও মিলছে। ইংলিশ গণমাধ্যমগুলো জানিয়েছে, রোনালদো নতুন ক্লাবের কথাই বোঝাতে চেয়েছেন। গতকালও একাধিক মাধ্যম তাদের সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে কথা চলছে রোনালদোর এজেন্ট মেন্ডেসের। আবার কেউ কেউ বলছে, স্বদেশি ক্লাব স্পোর্টিং লিসবনে ফিরে যেতে পারেন রোনালদো। তার মধ্যে আবার আজ অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে ম্যানইউ। এই ম্যাচে তাঁর না থাকা নিয়ে গুঞ্জন। ব্রিটিশ ট্যাবলয়েড মিরর জানিয়েছে, অ্যাতলেটিকো মাদ্রিদের সমর্থকদের দুয়ো থেকে বাঁচতে ম্যাচটিতে থাকবেন না রোনালদো।