ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

রেকর্ড গড়ে কিউইদের সিরিজ জয়

রেকর্ড গড়ে কিউইদের সিরিজ জয়

সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়লো নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২২ | ২৩:৫৩ | আপডেট: ২৯ জুলাই ২০২২ | ২৩:৫৩

টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাসসেরা সংগ্রহ গড়লো নিউজিল্যান্ড। শুক্রবার রাতে এডিনবার্গে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১০২ রানে স্কটল্যান্ডকে হারালো কিউইরা। এতে দুই ম্যাচের সিরিজটা ২-০ ব্যবধানে জিতেছে কিউইরা।

টস জিতে ব্যাট করতে নেমে স্কটিশ বোলারদের তুলোধুনো করে ৫ উইকেটে ২৫৪ রানের সংগ্রহ দাঁড় করায় নিউজিল্যান্ড। এটিই তাদের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এই ফরম্যাটে যে কোনো দলের অষ্টম সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ডও এটি। জবাবে স্কটল্যান্ড ২০ ওভারে ৯ উইকেটে ১৫২ রানে গুটিয়ে যায়।

মাউন্ট মঙ্গানুইয়ে ২০১৮ সালের জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ উইকেটে ২৪৩ রান ছিল দলটির আগের রেকর্ড। পরের মাসে অকল্যান্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষেও তারা ২৪৩ রান করেছিল, ৬ উইকেট হারিয়ে।

এডিনবার্গে শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। ওপেনার ব্যাটার ফিন অ্যালেন ৬ রানে আউট হলেও আরেক ওপেনার ডেন ক্লেভার করেন ১৬ বলে ২৮ রান। কিউইদের বড় সংগ্রহে মূল ভূমিকা রাখেন মার্ক চ্যাপম্যান ও মাইকেল ব্রেসওয়েল। ৪৪ বলে ৮৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন চ্যাপম্যান। পাঁচটি চার ও সাত ছক্কার মার মারেন তিনি। ব্রেসওয়েলের ব্যাট থেকে আসে ২৫ বলে ৮ চার আর ৩ ছক্কায় হার না মানা ৬১ রান। এ ছাড়া জেমস নিশাম অপরাজিত থেকে খেলেন ১২ বলে ২৮ রানের দারুণ এক ইনিংস।

বিশাল টার্গেটে নেমে ৩৭ রানে ৪ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়লে সেখান থেকে ১৫২ রানে গিয়ে থামে স্কটল্যান্ডের ইনিংস। স্কটল্যান্ডের হয়ে ক্রিস গ্রিভস করেন সর্বোচ্চ ২৯ বলে ৩৭ রান। ১২ বলে ২২ করেন অধিনায়ক রিচি বেরিংটন। কিউইদের বোলিং তোপে আর কেউই তেমন সুবিধা করতে পারেননি।

নিউজিল্যান্ডের পক্ষে দুটি করে উইকেট নেনে জেমস নিশাম ও মাইকেল রিপন। ম্যাচসেরার পুরস্কার পান মার্ক চ্যাপম্যান।

আরও পড়ুন

×