ড্র করলেই ফাইনাল, জয়ে চোখ বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০২ আগস্ট ২০২২ | ০০:৩৫ | আপডেট: ০২ আগস্ট ২০২২ | ০০:৩৫
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে তিন ম্যাচ শেষে সবচেয়ে সুবিধাজনক অবস্থায় আছে বাংলাদেশ। ৯ পয়েন্ট নিয়ে বাংলাদেশ এককভাবে শীর্ষে রয়েছে। লিগ পর্বের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে লড়তে হবে। এই ম্যাচে ড্র করলেই শিরোপা লড়াই নিশ্চিত হবে লাল সবুজের। তবে জয়ের ধারাবাহিকতা রাখতে চাইছে পল স্মলির দল। ভারতের ভুবনেশ্বরের কালিঙ্গা স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ৪ টায় শুরু হবে বাংলাদেশ-নেপাল ম্যাচটি।
হার কিংবা ড্র নয়, জিতেই সাফের ফাইনালে যেতে চায় বাংলাদেশ। নেপালকে হারিয়েই ফাইনালে খেলতে চাইছেন বাংলাদেশের গোলরক্ষক কোচ বিপ্লব ভট্টাচার্য। এক ভিডিও বার্তায় গতকাল তিনি বলেন, 'নেপাল ম্যাচটা গুরুত্বপূর্ণ আমাদের কাছে। কেননা, ম্যাচটির ওপর নির্ভর করছে কারা ফাইনালে যাবে। সবার মনোযোগ সেই ম্যাচের দিকে। গত তিনটা ম্যাচ যেভাবে খেলেছি আমার মনে হয় এখনও সেরাটা দেওয়া বাকি আছে। আমার বিশ্বাস নেপালের বিপক্ষে জিতেই আমরা ফাইনালে যেতে পারবো।'
বাংলাদেশ অনূর্ধ্ব ২০ দলের সহঅধিনায়ক মইনুল ইসলাম বলেন, 'আমরা ভালো খেলেই ফাইনালে যেতে চাই এবং ফাইনালেও যাতে ভালো খেলতে পারি তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি।'